Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম - নদীর সাথে দেখা হলেকলমে - ঝুমা মল্লিক৫।৮।২০২১
আজ বিকেলে এক নদীর সাথে দেখা হয়তখনও হয়নি কথা,শুধু দেখেছিলামসাদা সুতোয় বাঁধা  আছে মরণ ।যদিও সময়ের খেলা,সয়েছি মেঘের ছলাকলা মুহূর্তে মিলিয়ে গেল রামধনু রঙের মায়া।
নদীর সাথে আমার অনে…

 


শিরোনাম - নদীর সাথে দেখা হলে

কলমে - ঝুমা মল্লিক

৫।৮।২০২১


আজ বিকেলে এক নদীর সাথে দেখা হয়

তখনও হয়নি কথা,শুধু দেখেছিলাম

সাদা সুতোয় বাঁধা  আছে মরণ ।

যদিও সময়ের খেলা,সয়েছি মেঘের ছলাকলা 

মুহূর্তে মিলিয়ে গেল রামধনু রঙের মায়া।


নদীর সাথে আমার অনেক কথা ছিল

যা বলতে  বলতে সন্ধ্যা নেমে এলো।

পুরনো দুঃখগুলো নদী এমন করে কেড়ে নিলো

বলেছিল,এবার এগিয়ে যা,থাকিস ভালো  ।

তারপর চলে গেল,যেমন সবাই যায় ।

আমরা নদীর মতোই -

শুধু যাওয়া আসা, ফিরে দেখা সেই ঘাট।

যেখানে আজো কাঠামো পরে আছে।

শুধু শরীর নষ্ট হলো ।