◆ আ স লে / #চিরদীপ_দে05/08/21=======================
কেউ বা জুতো খাচ্ছে গুনেহাস্য মুখে দিচ্ছে সায়,কেউ বা সাজে ক্ষীরের পুতুলফুলের ঘায়ে'ই মূর্চ্ছা
যায়।
মারছে যে জন জুতোর বারিতার হাতে তো বালাই সুখ,মিলিয়ে হিসেব খাচ্ছে জুতোধান্দাব…
◆ আ স লে / #চিরদীপ_দে
05/08/21
=======================
কেউ বা জুতো খাচ্ছে গুনে
হাস্য মুখে দিচ্ছে সায়,
কেউ বা সাজে ক্ষীরের পুতুল
ফুলের ঘায়ে'ই মূর্চ্ছা
যায়।
মারছে যে জন জুতোর বারি
তার হাতে তো বালাই সুখ,
মিলিয়ে হিসেব খাচ্ছে জুতো
ধান্দাবাজের হাস্যমুখ।
ঐদিকে'তে আজব ব্যাপার
গুজব রটে চারপাশে,
ফুলের ঘায়ে মরণ আঘাত
খবর ছড়ায় অক্লেশে।
কোনটা সঠিক কোন'টা বেঠিক
ভাবছে বসে জনার্দন,
ফাটক গোড়ায় নাটক বাজি
চলতে থাকে সর্বোক্ষন।
এমনি করেই কাটছে যে দিন
আমরা মাথার ছিঁড়ছি চুল,
বাক্স বোকায় মগজ লোকায়
নিয়ম মাফিক অনির্ভুল।
তবুও মনে প্রশ্ন জাগে
হয়তো অলীক কল্পনা,
হাজার জুতো খাচ্ছে গুনে
তবুও কেন লাগছে না !!
ফুলের ঘায়ে মরছে যে'জন
ঠিক কতটা আঘাত তার,
ফুল কি করে প্রাণঘাতী হয়
প্রশ্ন আসে বারংবার !!
আসল কথা সবটা নকল
উর্ধ্বতনের চাটছে পা,
তেল লাগিয়ে হচ্ছে চালাক
ঘরের বোকা বাক্স'টা ||
______________________চি র দীপ ◆