Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শূন্যতা তুহিনা চক্রবর্তী ৪/০৮/২০২১আজও তোমার শহরে বৃষ্টি নামলে আমার ভেতরে জল জমে,হৃদয়ে বয়ে যায় বন্যা।
আমিও তো  কখনো নদী হতে চেয়েছিলাম নীলাঞ্জন,তোমার হৃদয়ের সব গ্লানি ধুয়ে মুছে দুজনেই একদিন মিশে যেতে চেয়েছিলাম  সাগরে।টুকরো টুকরো অভি…

 


শূন্যতা 

তুহিনা চক্রবর্তী 

৪/০৮/২০২১

আজও তোমার শহরে বৃষ্টি নামলে আমার ভেতরে জল জমে,হৃদয়ে বয়ে যায় বন্যা।


আমিও তো  কখনো নদী হতে চেয়েছিলাম নীলাঞ্জন,তোমার হৃদয়ের সব গ্লানি ধুয়ে মুছে দুজনেই একদিন মিশে যেতে চেয়েছিলাম  সাগরে।

 

টুকরো টুকরো অভিযোগ একত্রিত করে সুবিশাল ব্যবধানের প্রাচীর গড়েছো তুমি।


সুবিশাল এই পৃথিবীর বুকে তুমি রচনা করেছিলে এক নাট্যমঞ্চ।


অভিনয়ের আড়ালে লুকিয়ে ছিলে

তোমার গোপন প্রত্যাশা।


বিষধর সরিসৃপের মত মানুষও 

নিদিষ্ট সময়ে খোলসত্যাগ করে।


নিজেকে একবার অনাবৃত করে দেখে নাও নীলাঞ্জন কতটা নগ্নতা লুকিয়ে রেখেছো 

বুকে।


সভ্যতার কতটা কালিমা লেপ্টে আছে তোমার শরীর জুড়ে।


একদিন যে শূন্যতা উপহার দিলেছিলে আমাকে।

আজ তোমার শূন্য বুকে, তারই  কি প্রতিবিম্ব লুকিয়ে  আছে?