Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম-উদাস দুপুরকলমে-প্রদীপ কুমার বরতারিখ-০৪/০৮/২০২১
তপ্ত তপন ক্রুদ্ধ অনল ফোস্কা পড়ে ত্বকে,মরুভূমির পথে ঘাটে প্রাণের বিলাপ বকে।আমি শুধু ফিরতেছিলেম মাধোপুরের হাটে,এক আঁচলা তেষ্টার বারি পেলাম টুকু ঘাটে।
বুড়…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম-উদাস দুপুর

কলমে-প্রদীপ কুমার বর

তারিখ-০৪/০৮/২০২১


তপ্ত তপন ক্রুদ্ধ অনল ফোস্কা পড়ে ত্বকে,

মরুভূমির পথে ঘাটে প্রাণের বিলাপ বকে।

আমি শুধু ফিরতেছিলেম মাধোপুরের হাটে,

এক আঁচলা তেষ্টার বারি পেলাম টুকু ঘাটে।


বুড়ো বটের ভাঙা চাতে শুখা পাতার আসন,

দুটো পাখি পায়ের কাছে তৈরি করে বাসন।

বটের ফলে আহার করে দৃষ্টি বুজে শুয়ে,

অলস দুপুর সাক্ষী সাবুদ বসে আছি নুয়ে।


রোদেলা সুর লহর খেলে আছড়ে পড়ে তটে,

বটের মূলে আমার কায়া কূল এখন বটে।

আশার তরী ভেসে গেল হস্ত নাগাল থেকে,

এলো তাতে ছোট্ট একটি মেঘবালিকা ডেকে


গুরু গম্ভীর গানের সুরে সৌর কিরণ হাসে,

এক পশলা বৃষ্টি এসে ঠাণ্ডা পাখায় ভাসে।

সবে তখন দুটো কুড়ি ঘড়ির কাঁটা বলে,

সময় বাবু বললো তবে এবার যাও গো চলে।


এক পা দু'পা কদম ফেলে চলছি একা পথে,

সঙ্গে চলে মন ময়ুরী হৃদয় পুরের রথে।

তিনটে তিরিশ হাটে গিয়ে বসি ছায়ার নীচে,

আস্তে আস্তে ভীড়ে ঠাসা হলো দেখি বীচে।