Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম-- C/O Passionate Calcutta কলমে-- ঈশিতা চৌধুরীবিভাগ-- কবিতাতারিখ-- ২৪/ ৮/ ২০২১
আরও অনেক প্রেমের কবিতারা, তোমার বুকের মলাট খুঁজে নেবে,এভাবেই হৃদয় জুড়ে, স্পর্শ করতে দিও।রেখো, আমার পায়ের পাতার মাপে, একযুগ আরও, ফিরে এসে চোখ ছ…



শিরোনাম-- C/O Passionate Calcutta 

কলমে-- ঈশিতা চৌধুরী

বিভাগ-- কবিতা

তারিখ-- ২৪/ ৮/ ২০২১


আরও অনেক প্রেমের কবিতারা, তোমার বুকের মলাট খুঁজে নেবে,

এভাবেই হৃদয় জুড়ে, স্পর্শ করতে দিও।

রেখো, আমার পায়ের পাতার মাপে, একযুগ আরও, 

ফিরে এসে চোখ ছুঁয়ে চেখে দেখব বারেবার, তোমার উন্মত্ত বাহুডোরের আগ্রাসী উষ্ণতা ।

ঘাসের ডগায় সাজিয়ো কুয়াশ, আলিঙ্গন জ্বেলে আলো হব।

রেখো আমার জন্যে তোমার দীর্ঘঃ-শ্বাস.... চুম্বনে যা প্রাণবায়ুসম....

এককাপ চায়ে রেখো কাঠকয়লার আস্বাদ,সাথে ধোঁয়া-ধোঁয়া ঠোঁটচাপা আধপোড়া সিগারেট, 

নৌকার নীল-লাল বৈঠা, বৃষ্টি অবিরাম, রেখো সরোবর স্রোতে লুকানো চোখের ভাষা, থিয়েটারে 'চতুরঙ্গ '/ 'ম্যাকবেথ '....

 ট্রামলাইনে সেলফি, ময়দানে মনের মতো এক আকাশ,

পার্ক স্ট্রিটে নেশাতুর সুখে হাঁটা 

All C/O -- my passionate Calcutta !!


শুভ জন্মদিন ভালোবাসার শহর।ফিরছি, তাড়াতাড়ি !!


❤ কলকাতা ❤