Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা।***********************কবিতা:-"পথপ্রদর্শক"**********************কলমে:- শ্রী বরুণ কুমার বিশ্বাস।*************************০৬/০৮/২০২১.
"পথপ্রদর্শক"***********
ওই আকাশের গায়ে আমি লিখে যাবোমা…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা।

***********************

কবিতা:-"পথপ্রদর্শক"

**********************

কলমে:- শ্রী বরুণ কুমার বিশ্বাস।

*************************

০৬/০৮/২০২১.


"পথপ্রদর্শক"

***********


ওই আকাশের গায়ে আমি লিখে যাবো

মানুষের জীবনের শান্তির মূল ঠিকানা,

এ জীবনে যারা রয়ে গেলে তাতে বঞ্চিত

খুঁজে নিও তারাদের মাঝে তার নিশানা।


অনন্ত কাল ধরে বয়ে চলেছি বহু পথে

যে পথ আজও একেবারে হয়নি শেষ ,

স্রোতের প্রতিকূলে কত ঘাটে এল তরী

উজানের পানে চেয়ে চেয়ে অনিমেষ ।


ধ্রুবতারা দেখে দেখেও বিস্তীর্ণ প্রান্তরে

হারিয়েছি বহু পথ,থেকে গেছে অজানা,

গহন অরণ্যের ঘন অন্ধকার সীমানায় 

বেঁধেছি যে কতবার সুখ হীন আস্তানা।


ঝরনার ধ্বনি শুনে গেছি সম্মুখপানে

ভারাক্রান্ত হৃদয় পড়েছে যে এলায়ে ,

ভুলেছি কিসের আশায় চলেছি অবিরত

না জানি কে রেখেছে যে তারে লুকায়ে!


জীবনের প্রতি পদে কুড়িয়েছি বহু নুড়ি

তারও কিছু কিছু জানি অতি মূল্যবান,

তবুও কেন বেদনা ঝরে পড়ে নিরন্তর ,

হতাশায় হয়েছি যে বারে বারে মুহ্যমান।


যদি পারো বেছে নিও সেই পথ চিরকাল

শুধু ভালোবাসা যে পথের শেষ সীমানা,

হতাশ জীবনে দেখো ঐ আকাশের গায়

লেখা আছে ও পথেই শান্তির ঠিকানা। 


********************************

রচনাকাল:-২৯/০৭/২০২১.

Copyright Barun Kumar Biswas