Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগঃ কবিতা বিষয়ঃ উম্মুক্ত শিরোনামঃ আমি ফিরে যেতে চাইকলমেঃ মোঃ ইলিয়াছ আহমেদ তারিখঃ ২৩/০৮/২০২১ইং 
আমি ফিরে যেতে চাইতোমার আমার শৈশবে অতীতের প্রীতি জমা মাঠে,যেখানে আঁকা প্রণয় প্রেম চিত্রের ফ্রেমে বাঁধা হাটে।তো…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগঃ কবিতা 

বিষয়ঃ উম্মুক্ত 

শিরোনামঃ আমি ফিরে যেতে চাই

কলমেঃ মোঃ ইলিয়াছ আহমেদ 

তারিখঃ ২৩/০৮/২০২১ইং 


আমি ফিরে যেতে চাই

তোমার আমার শৈশবে অতীতের প্রীতি জমা মাঠে,

যেখানে আঁকা প্রণয় প্রেম চিত্রের ফ্রেমে বাঁধা হাটে।

তোমার আবেগ মাখা মায়াময় স্নেহের পরম পরশে,

যেখানে জোনাকিরা মৃদু আলো ছড়ায় মনের হরষে।


আমি ফিরে যেতে চাই

নীশিথে কৌমুদী  কমলাকান্তে  নীলাকাশের তারায়, 

যেখানে গ্রাম্য কিশোরী দীঘির জলে সাঁতারে হারায়।

কথামালার ঝুলি নিয়ে বন্ধুর অভিমানের ছড়া-ছড়ি,

যেখানে গগন পবনের মধ্যে তীব্র প্রেমের গড়া-গড়ি।


আমি ফিরে যেতে চাই 

সাগরের সাথে  নদীর মোহনার টানে স্রোতের মিল,

যেখানে মনের সাথে মনের থাকতো না ঈর্ষার তিল।

তোমার হৃদের শিরার মাঝে কম্পিত শ্বাসের কাছে,

যেখানে আমার আর তোমার প্রণয়ের মালা আছে।


আমি ফিরে যেতে চাই 

পুকুর পাড়ে বিটপী তলার চড়ুইভাতি খেলার স্থানে,

যেখানে দীঘিজলে সাঁতারে ভেসে জলকেলি স্নানে।

শিশির ভেজা স্নিগ্ধ ভোরে শিউলী জুঁই ফুলের গন্ধে,

যেখানে তোমার ও আমার  বয়ে যেত প্রেমের ছন্দে।


আমি ফিরে যেতে চাই 

প্রীতি ভরা সৌরভময় সেই দিনের সোনালী ফ্রেমে,

যেখানে ভাসে তোমার  আনা গোনা মুগ্ধকর প্রেমে।

তোমার অসহ্য  প্রণয়ের কাছেই প্রেমের জ্বালাতন,

যেখানে আবেগমাখা শত কোটি প্রেমের আলাপন।