Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম: নৈর্ব্যক্তিক কলমে: বিমান বিশ্বাসতারিখ:২৩_০৮_২০২১
শুকিয়ে যাওয়া সোনালী অভিমানহাহাকারে খোঁজে আর্দ্র জলবায়ুর মোলায়েম জলোচ্ছ্বাস।
সভ্যতার পতন ঘটানো চক্রব্যূহের অহমিকায় শুনি শাহজাহানের করুণ আর্তনাদ, সময়ের ঝড়ে খসে পড়া সিন…

 


শিরোনাম: নৈর্ব্যক্তিক 

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:২৩_০৮_২০২১


শুকিয়ে যাওয়া সোনালী অভিমান

হাহাকারে খোঁজে আর্দ্র জলবায়ুর মোলায়েম জলোচ্ছ্বাস।


সভ্যতার পতন ঘটানো চক্রব্যূহের অহমিকায় শুনি শাহজাহানের করুণ আর্তনাদ, সময়ের ঝড়ে খসে পড়া সিন্ধুর ভেসে যাওয়া গরিমা, নবীন মেঘের শ্বাসরোধী অহমিকা।


ময়ূরপঙ্খী সাজিয়েছিলাম তোমায় আনবো বলে

শাশ্বত অপ্রেমের অনির্বাণ শিখায় পুড়ে ছাই হলো আমার শ্রাবণী ধারার অকুণ্ঠ ভালোবাসা

 বিলম্বের উত্তাপে নিষিক্ত ঐশ্বর্যের স্রোতে আমি কটূক্তি শুনি।

কটূক্তি শুনি লবনাক্ত দুঃখ, অশ্রুর সোডিয়ামের ঝাঁজালো স্বাদের আর নির্লজ্জ নেকড়ে দলের গগন বিদারী হাহাকারের।


হৃদয়ে বাজে খরার ডঙ্কা, ধর্মান্ধের গুরুভার,পীড়ণের সুগন্ধি,যুগসন্ধির দাবানল, মানবতার আধখানা পোড়া জ্যোৎস্নার লঙ্ঘিত মৃত্যুদূতের নীল অর্কিডের আকর্ষণ।


রুখতে পারতাম কারাবন্দী জীবনের শ্বাসহীন অভিশাপ, খামখেয়ালী অরণ্যের সুবর্ণ জ্যোতি আর পুড়ে যাওয়া প্রেমের তালিবানি শোষণ।


পারিনি কিছুই 

সাহস ছিল,সাথ দিল না উত্তুরে হাওয়া,বটের ছায়া,হিজলের ডালে বসা  প্যাঁচার আকুতি,সঙ্গী বিহীন বাউলের সুর,মেঠো পথের আধ ভেজা দূর্বার শিহরণ আর পুঁজিবাদের অশরীরী আত্মা।


তাই, অগোচরেই রয়ে গেলো হৃদয় খিরকির  প্রতিরোধের রক্তিম ধ্রুবতারা।


Copyright©All Rights Reserved To Biman Biswas