বিভাগ-কবিতাশিরোনাম-অপাপবিদ্ধকলমে-শুভা রায়তারিখ-২৩/০৮/২০২১
ভেসে চলেছি নিরন্তর জীবন নদীতে... নিজের হাতে সাজানো পুষ্পতরণী বেয়ে- কি অনাবিল আনন্দে! চারিদিকে শুধু ভালবাসার, স্নেহের, মমতার, শ্রদ্ধার সুবাস।কোথাও কোনো দ্বন্দ্ব নেই, বিবাদ…
বিভাগ-কবিতা
শিরোনাম-অপাপবিদ্ধ
কলমে-শুভা রায়
তারিখ-২৩/০৮/২০২১
ভেসে চলেছি নিরন্তর জীবন নদীতে...
নিজের হাতে সাজানো পুষ্পতরণী বেয়ে-
কি অনাবিল আনন্দে! চারিদিকে শুধু ভালবাসার, স্নেহের, মমতার, শ্রদ্ধার সুবাস।
কোথাও কোনো দ্বন্দ্ব নেই, বিবাদ নেই;
নেই কোনো ক্ষোভ,অপমান উগড়ে দেবার মত অপাংক্তেয় মানুষজন।
এই নদীতে নেই কোনো ভাটার
বিষাদ-
শুধুই জোয়ারের আনন্দ!
প্রকৃতি দিয়েছে নিজের হাতে অলঙ্কৃত করে;
তাইতো সাজিনা আর নতুন করে।
আরশির হয়েছে খুব অভিমান...
বললো কতদিন বসিনি দুজনে
মুখোমুখি;
এসো আমার কাছে-
তোমাকে দেখি নির্নিমেষ।শ্রাবণ মেঘের কালো রং চুরি করে এনে কাজল কালো করে দি তোমার আঁখি।
রামধনুর কাছে চেয়ে আনি গোলাপি আভা;
রাঙিয়ে দি তোমার
ঠোঁট...
গোধূলির লাল রং দিয়ে এঁকে দি ছোট্ট টিপ কপালে;
রোজই তো থাকো সাদামাটা...
আজ নাহয় সাজো আমার মনের মতন।
এসো আজ মুখোমুখি বসি অনেকক্ষণ।
নিরীক্ষণ করো নিজেকে;
বিচার করো অন্তর, বাহিরের পরিবর্তনের পরিমাপ-
এসো মুখোমুখি হই দুজনে।।