Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ভাবনার রোদ গায়ে মেখেনদেরচাঁদ হাজরা১২.৮.২০২১
ভাবনার রোদ গায়ে মেখে এখন ঘুরে বেড়াইপ্রসারিত দিগন্তউন্মুক্ত প্রান্তরআজ আর চোখ রাঙানি নেইঅনাবশ্যক অপমানের ভয় নেইমনের দিগন্ত জুড়ে শুধু আনন্দের কলতান৷চারপাশের পিছুটান ছেড়েএখন বেশ আছি৷মাঝে মা…

 


ভাবনার রোদ গায়ে মেখে

নদেরচাঁদ হাজরা

১২.৮.২০২১


ভাবনার রোদ গায়ে মেখে এখন ঘুরে বেড়াই

প্রসারিত দিগন্ত

উন্মুক্ত প্রান্তর

আজ আর চোখ রাঙানি নেই

অনাবশ্যক অপমানের ভয় নেই

মনের দিগন্ত জুড়ে শুধু আনন্দের কলতান৷

চারপাশের পিছুটান ছেড়ে

এখন বেশ আছি৷

মাঝে মাঝে স্মৃতিরা নাড়া দেয়

তখনি তাদের পাঠিয়ে দিই হিমঘরে

কঠিন বরফের চাদরে মুড়ে৷

এখন দখিনা বাতাস বেশ গায়ে লাগে

কল্পনাগুলোকে বাতাসে উড়িয়ে খেলা করি৷

রূক্ষতাগুলো উবে গেছে আজ৷

অনেকে বলে

বেশ আছো

আপন মৌতাতে ডুবে৷

এমনি করেই যদি কেটে যায় তো ক্ষতি কী!

হাজার মুগ্ধতার ভীড়ে

হাজার জনসমুদ্রে গা ভাসিয়ে 

এভাবেই থেকে যেতে পারলে বেশ ভালো হয়৷