Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা - কবে কোথায় ?কবি - শঙ্কর ঘোষ তারিখ - ১২/ ০৮/২০২১
কবে কোথায় ?--------------------
তোমাকে খুঁজেছি ফাঁকা রেল স্টেশনে সন্ধের নিভু আলো-অন্ধকারে,তোমাকে দেখেছি জন-সমুদ্রে চূর্ণ বিচূর্ণ স্মৃতি হাতে |শীতের রাত তো কবেই চলে গেছেএখন অন্ত…

 


কবিতা - কবে কোথায় ?

কবি - শঙ্কর ঘোষ 

তারিখ - ১২/ ০৮/২০২১


কবে কোথায় ?

--------------------


তোমাকে খুঁজেছি ফাঁকা রেল স্টেশনে 

সন্ধের নিভু আলো-অন্ধকারে,

তোমাকে দেখেছি জন-সমুদ্রে 

চূর্ণ বিচূর্ণ স্মৃতি হাতে |

শীতের রাত তো কবেই চলে গেছে

এখন অন্তঃস্থল ফেটে চৌচির,

মাঝরাতের অকারণ রক্তক্ষরণ 

সন্ত্রাসবাদী করে তোলে মনকে |

নদীর ধারে নোঙর ফেলে 

মাঝি তখন অতল ঘুমে ,

তাকে গিয়ে প্রশ্ন করি --

দেবী বোধন কবে ?

..... কিন্তু মাঝি অতল ঘুমে |

অতিদূরে অবসাদে ওঠে চাঁদ 

বলে , এ জীবন অসহ্য লাগে ||