Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যৌথ উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব সংবাদদাতা,হলদিয়া....... যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠান।পূর্ব মেদিনীপুর জেলা খো খো অ্যাসোসিয়েশন এর সহযোগীতায় , পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো অ্যাকাডেমি র আয়োজন এ সারাদিন ধরে পালিত হল জাতীয় ক্রীড়া …

 

নিজস্ব সংবাদদাতা,হলদিয়া....... যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠান।পূর্ব মেদিনীপুর জেলা খো খো অ্যাসোসিয়েশন এর সহযোগীতায় , পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো অ্যাকাডেমি র আয়োজন এ সারাদিন ধরে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। সকাল থেকে শুরু হয়, আটটি স্কুল কে নিয়ে আমন্ত্রণি স্পোর্টস স্কুল কুইজ। আট রাউন্ড এর ক্যুইজটি পরিচালনার দায়িত্বে হলদিয়ার স্বনামধন্য ক্যুইজ সংগঠন 'হলদিয়া ক্যুইজ সার্কেল' । চ্যাম্পিয়ন হয় তমলুক হ্যামিল্টন হাইস্কুল , রানার্স হয় হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল (বাসুদেবপুর) , তৃতীয় স্থানে পায় খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ। দারুন লড়াই দেয় 'পরাণচক শিক্ষা নিকেতন' এবং ' দোরো কৃষ্ণ নগর বানী মন্দির' এবং 'শ্রীকৃষ্ণপুর হাই স্কুল' ও। হলদিয়া কুইজ সার্কেল' এর পক্ষে উপস্থিত ছিলেন ক্যুইজ মাস্টার সন্দীপন দাস, সৌরিন জানা, মিজানুর রহমান, সমিরন জানা, স্বরাজ মহাপাত্র , অতনু রায়, ওয়ার্ল্ড সাইক্লিস্ট মলয় কুমার পাত্র প্রমুখ। ক্যুইজ চলাকালীন উপস্থিত ছিলেন 'ক্যুইজ ট্যুর' বইটির সহলেখক রাজেশ জানা।


পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো অ্যাকাডেমি'র অন্যতম প্রধান সদস্য প্রিয়জিত সামন্ত , মনিষা দাস, ছিলেন এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা । আয়োজিত হয় একটি খো খো ট্যুর্নামেন্ট ও।পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো অ্যাকাডেমির সম্পাদক অবনীন্দ্রনাথ দাস বলেন,প্রতি বছরই সংস্থার আয়োজন এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। এ বছর খেলেধুলা, গুণিজন সম্বর্ধনার পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে খেলাধুলা বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠানে একটা আলাদা মাত্রা যোগ করেছে। বৈকালিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধাংশু শেখর মন্ডল, সেখ আজগর আলী, পার্থ ঘোষ, বরুন বৈদ্য, ডঃ দেবপ্রসাদ সাহু, চন্ডী মন্ডল, বিনয় কুমার মান্না প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির সভাপতি এবং হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল চন্দন কুমার মাজীসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন জাতীয় ক্রীড়া দিবসের প্রাক মুহুর্তে শুভেচ্ছা বার্তা জানাতে পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমিক ভবনে

উপস্থিত থেকে শুভেচ্ছা বার্তা জানান হলদিয়া পৌরসভার পরিষদ সদস্য,পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশন সভাপতি বিশিষ্ট সমাজসেবী,

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার রেলি খেলোয়াড় আসগর আলী।