Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনামঃ সুখের খোঁজে কলমেঃ  কনক লতা মন্ডল তারিখঃ ১৭/০৮/২০২১ খ্রিঃ
ভিখারি বেশে চলে মহাজন শুধাতে ভিখারির কাছে, ভব সিন্ধু পাড়ে দাঁড়িয়ে আজসুখ পাখি কার আছে। 
অর্থে নাই সুখ পাই শুধু দুখদিনে দিনে বাড়ে লোভ,আত্ম প্রাণ ভর…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনামঃ সুখের খোঁজে 

কলমেঃ  কনক লতা মন্ডল 

তারিখঃ ১৭/০৮/২০২১ খ্রিঃ


ভিখারি বেশে চলে মহাজন 

শুধাতে ভিখারির কাছে, 

ভব সিন্ধু পাড়ে দাঁড়িয়ে আজ

সুখ পাখি কার আছে। 


অর্থে নাই সুখ পাই শুধু দুখ

দিনে দিনে বাড়ে লোভ,

আত্ম প্রাণ ভরে ভয় করে ধরে 

হৃদে আসে তাই ক্ষোভ। 


ভিখারির কাছে বলে কোন ছলে 

মিলবে আবার সুখ, 

যে কোন মূল্য দিতে রাজি আমি 

শুধু পাই না যেন দুখ।


পথের বাঁকে সুদূর পানে যাই

আমি সোনার হরিণ চাই, 

ঘুরে ফিরে মধু পাই নাই স্বাদ

শুধু ঘাত প্রতি ঘাত পাই।


এতো দিন পরে বুঝে নিজ মনে 

রাজন শান্তি খোঁজে, 

ভোগে নয় ত্যাগে মিলে সে রতন 

মনে বাস পাই ভোজে।


ভিখারি যে হেসে বলে কিছু ছলে 

ছুটে যাও সুখের পিছে,

তাতে সুখ নাহি মিলে পাই দুখ

সবে হলো তার মিছে।


স্বর্গ লাভ হবে লড়ে গেলে তবে 

ভব ধরা ধামে যদি, 

মাঝে সব দেখে কিছু নাহি শিখে 

হয়ে গেলে বিষে বোধি।


আশা প্রান্তে মিছে ঘুরে তার পিছে

স্বপ্ন খুঁজে মরে দিনে,

সবে বলি হায় বিধি তব তায়

বাড়ে লোভ শুধু ঋণে।


ভাবি সে বুঝি দিলে সব খুঁজি

পেলে না কিছু সাজা, 

আজ সে ভিখারি কাল সে ভুখারি

হলে সে আজ রাজা। 


কালে আসে ঘোর হয় তার ভোর 

মাঝে শুধু আসা যাওয়া, 

জীবনে যতো আসে দুঃখ কথা ভাসে

রঙ্গ মঞ্চে কিছু না পাওয়া।