Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা—বিপদের ভরসা তো সে ই !!শক্তি কুন্ডু ৷
চলে গেলো যারা বলে গেলো হাওয়াদের কাছে ...জীবনের অর্থ তো.." এমনটাই "!তবু শোক ,তবু হাহাকার ...পৃথিবীও জানে গ্রহ বিদায়ের দিনে এমনি শূন্য লাগে চিরটাকাল !!
আকাশ নীলের ঢেউয়ে কোন সঙ্গমে …

 


কবিতা—বিপদের ভরসা তো সে ই !!

শক্তি কুন্ডু ৷


চলে গেলো যারা বলে গেলো হাওয়াদের কাছে ...জীবনের অর্থ তো.." এমনটাই "!

তবু শোক ,তবু হাহাকার ...পৃথিবীও জানে 

গ্রহ বিদায়ের দিনে 

এমনি শূন্য লাগে চিরটাকাল !!


আকাশ নীলের ঢেউয়ে কোন সঙ্গমে 

মিলে যাবো জানা নেই..

জানা নেই ,

ঐ পথে কাকে পাবো ..

কাকে পেয়ে হারাবো আবার ..

 কোন গ্রহ নেবে টেনে !

গ্রহ থেকে গ্রহে ছুটে ছুটে শেষে

মৃত্যু মোহনায় মিলিত হবো!


পৃথিবীর ঋণ নাভি দিয়ে শোধ হয় 

 জেনেছে আগুন...

তাই পোড়ায় না কিছুতেই ...অন্য গ্রহের ঋণ 

কী দিয়ে শোধ হবে ,

কী দিয়ে মেটাবো জানা নেই ,

জানা নেই অর্থও "এমনটাই"!!


জীবন ছেড়ে গেলে মৃত্যুকে পাশে পাবো 

বিপদের ভরসা তো সে ই !!