সৃষ্টি--সাহিত্য--যাপন#রোমান্টিককবিতা #আমিকিতোমায়ভালোবাসি #harinarayanacharyyaহরি নারায়ণ আচারিয়া'র রোমান্টিক কবিতাআমি কি তোমায় ভালোবাসি###########################আমি কি তোমায় সত্যিই ভালোবাসি ? কি জানি -- ভালোবাসা কিন্তু আমার…
সৃষ্টি--সাহিত্য--যাপন
#রোমান্টিককবিতা
#আমিকিতোমায়ভালোবাসি
#harinarayanacharyya
হরি নারায়ণ আচারিয়া'র রোমান্টিক কবিতা
আমি কি তোমায় ভালোবাসি
###########################
আমি কি তোমায় সত্যিই ভালোবাসি ?
কি জানি --
ভালোবাসা কিন্তু আমার কাছে
অসীম আকাশ ---
সাগরের সীমাহীন উত্তাল ঢেউ -----
আর সমুদ্রের গভীর জলরাশির মত।
আমিতো শুধু তোমার হাত ধরে
গ্রামের মেঠো পথ দিয়ে,
সোনালী শস্যের আল বেয়ে
আর নদীর ধার দিয়ে হেঁটেছি। আর
যখনই বৃষ্টি কাদায় হাঁটতে গিয়ে
পা পিছলে পড়ে যেতে গিয়েছো ,
তখন আমি কিইবা করেছি,
আমি আমার শক্ত হাত দিয়ে
শুধু তোমার নরম হাত খানা চেপে ধরেছি ।
আমি জানি মাঝে মধ্যে তুমি ব্যাথা পেয়েছো।
কিন্তু কি করবো বলো? আমিতো স্বার্থপরের
মত তোমায় পড়ে যেতে দিতে পারি না।
এছাড়া যখন গ্রামের বখাটে ছেলেরা
তোমায় উত্ত্যক্ত করে, তোমায় অপমান করে,
তখন আমি চুপ করে থাকতে পারি না ,
তার দাঁত ভাঙ্গা জবাব দেই
আমার শক্ত হাত দুটি দিয়ে মনের অজান্তে ।
এটা কিন্তু আমার
দায়িত্বের মধ্যে পড়ে বলেই আমি মনে করি।
তবে কি জানো?
মাঝেমধ্যে তোমার কথা ভাবতে
আমার বেশ লাগে, তখন-
কেমন যেন আপন আপন মনে হয় তোমাকে।
মনে হয়, আমি তোমাকে ভালবাসতে চলেছি।
আমার মনের মনিকোঠায়
যে আসনখানি আমি পেতে রেখেছি
আমার ভালোবাসার জন্য, সেই
আসনখানি তে বসে তুমি মিটি মিটি হাসছো ।
তোমার কি মনে হয়,
আমি তোমায় সত্যি ভালোবাসি?
আমি কি তোমায় সত্যি ভালবাসতে পেরেছি?
###### কলমে ঃ হরি নারায়ণ আচারিয়া
############################