Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনগদ্য কবিতা - সোনালী-স্বপ্নে  জয়দেব মাইতি (২৭/০৮/২০২১) 
সোনালী সুন্দর বাবুই স্বপ্ন দেখে -  সুউচ্চে নিজেই বানায় সুন্দর অট্টালিকা,   তিল তিল করে দিনরাত অক্লান্ত পরিশ্রমে -  গড়ে তুলে তার শ্রেষ্ঠ শিল্পকলার স্বপ্ন মহল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

গদ্য কবিতা - সোনালী-স্বপ্নে  

জয়দেব মাইতি (২৭/০৮/২০২১) 


সোনালী সুন্দর বাবুই স্বপ্ন দেখে -  

সুউচ্চে নিজেই বানায় সুন্দর অট্টালিকা,   

তিল তিল করে দিনরাত অক্লান্ত পরিশ্রমে -  

গড়ে তুলে তার শ্রেষ্ঠ শিল্পকলার স্বপ্ন মহল ;  

সবার নজর পড়ে - কেউ কেউ ঈর্ষাও করে,  

বাবুই-সুন্দরীরা আড়চোখে বা সোজাসুজি  

তাকিয়ে ঘুরপাক লাগায় সয়ম্বরের আশায়।  

বাবুইকুমার পছন্দসই পাত্রী নির্বাচনের পর -  

সাদরে আনে অসংখ্য জোনাকীর আলোয়   

সুসজ্জিত অট্টালিকার অন্দরমহলের কক্ষে,  

সুশীতল আলো বাতাসযুক্ত নরম বিছানায়  

অনাবিল মধুচন্দ্রিমা যাপন চলে দিনরাত -  

ঠোঁটে ঠোঁট রেখে পাখায় পাখা জড়িয়ে  

নিদ্রাহীন আদর খেয়ে ক্লান্তিহীন সঙ্গমে।   


ফুটফুটে ছানাদের কিচির মিচির আব্দারে  

পিতৃ-মাতৃ হৃদয় ব্যস্ত হয় বড় করে তুলতে,

একদিন বড় হ'য়ে উড়ে যায় যে যার মতো ;  

ভঙ্গুর-বাসা দমকা ঝড়ে ছিটকে পড়ে নীচে -     

দুটিতে বয়সের ভারে কিছু ভাবতে পারেনা,   

কোথাও অপেক্ষা শেষ দিন এগিয়ে আসার।   


                     -- পথের বাঁকে --