Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন#স্মৃতির ডায়েরি#কলমে-ইন্দিরা নাগ#তারিখ-২৯।০৭।২০২১
স্মৃতির কৃষ্ণ গহ্বর থেকেবেরিয়ে আসছে অজস্র মুখচ্ছবিভেসে যাচ্ছে ইথার তরঙ্গে।বসে আছি বাঙময় নীরবতা নিয়ে।সততঃ সুখের শৈশব ও বাল্যেরস্মৃতি ঘেঁটে বন্ধুদের খুঁজে নিই।কে …

 


#সৃষ্টি সাহিত্য যাপন

#স্মৃতির ডায়েরি

#কলমে-ইন্দিরা নাগ

#তারিখ-২৯।০৭।২০২১


স্মৃতির কৃষ্ণ গহ্বর থেকে

বেরিয়ে আসছে অজস্র মুখচ্ছবি

ভেসে যাচ্ছে ইথার তরঙ্গে।

বসে আছি বাঙময় নীরবতা নিয়ে।

সততঃ সুখের শৈশব ও বাল্যের

স্মৃতি ঘেঁটে বন্ধুদের খুঁজে নিই।

কে কোথায় আছ, চলে এস

বিস্মৃতির অনন্ত আঁধার পেরিয়ে।

উস্কে দাও শৈশবের প্রগলভতা।

চলো যাই অকারণ খুনসুটি, হেলাফেলা ছেলেবেলায়।

জয় পরাজয়, পাপপুণ্য, দুঃখ-সুখ

প্রেমে অপ্রেমে হামাগুড়ি সময় এগিয়ে চলেছে

কোন অজানা নক্ষত্রের দিকে।

দীপান্তরিত জীবনের নির্লিপ্ত মৌনতা

ভেঙে চলে এস নির্মোহ শব্দিত জীবনের ছন্দে।

দীর্ঘকালের গহ্বরে হারিয়ে যাওয়া

ধূসর চেনামুখ অসংখ্য বলিরেখায়

উদ্ভাসিত হয় সময়ের মুকুরে।

ঝরে পড়া পাপড়ির মত যে মুখ হারিয়ে গেছে

তাকে খুঁজে ফিরি নিঃসীম নভোনীলে।

মৃত্যুর সাথে লুকোচুরি খেলা খেলতে খেলতে

চলে যাব আমরা সবাই।

এ খেলা বড় কঠিন খেলা।

চলে যাওয়ার আগে এস তবে

দেখে নিই নিজেদের মুখ

শান্ত নীল জোছনা মাখানো জলে।