সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : বিকেলে ভোরের ফুলকলমে : সোমা বসুমল্লিক৩১/৭/২০২১
মেঘলা বিকেলে আচমকাএকমুঠো সোনালী রোদ ছুঁয়ে যায় কুঞ্চিত কপোল! ফিসফিস করে কে যেন বলে যায় ওলো সই কথা বল!
সহস্ররজনী অতলান্ত নিদ্রায় ডুবে ছিলো মন সহসা স্নায়ুতন্…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম : বিকেলে ভোরের ফুল
কলমে : সোমা বসুমল্লিক
৩১/৭/২০২১
মেঘলা বিকেলে আচমকা
একমুঠো সোনালী রোদ
ছুঁয়ে যায় কুঞ্চিত কপোল!
ফিসফিস করে কে
যেন বলে যায়
ওলো সই কথা বল!
সহস্ররজনী অতলান্ত নিদ্রায়
ডুবে ছিলো মন
সহসা স্নায়ুতন্ত্রীতে বাজল মাদল!
বাণ এসেছে আজ
মরাগাঙে নিঃসঙ্গ অভিমানিনীর
শরীর-মন জুড়ে যৌবনের ঢল!
তৃষিত আঁখি অতীত-বর্তমান-ভবিষ্যৎ
জুড়ে ছুটে বেড়ায়
বোঝেনা বিধাতার নতুন ছল!
শ্রাবণ সন্ধ্যায় ইতিহাস
কথা কয়, চন্দ্রালোকে লেখা হয়
আগামীর নবকল্লোল!
বর্ষাস্নাত জীর্ণ তরু-শাখে
ফোটে ফুল -
ফিঙে, দোয়েল দোলে দোদুল দোল!
কলম-তুলির সাথে সখ্যতা করে
অআকখ-রা আঁকে
শব্দ-বাক্যের চয়নিকা, তোলে শোরগোল!
স্বপ্নের সওদাগর এসে
ডাকাতিয়া বাঁশী বাজায়
ফোটে বিকেলে ভোরের ফুল!
ঈশান কোণে মেঘ জমে-
নতুন সোঁদা মাটির অভিযানে
রক্তকরবীর মূল।।