Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনছড়া লেখনী ।শিরোনাম - " রসের আড়ালে "কবি - সোমনাথ নাগতারিখ - ২৭/০৮/২১
রসে ডুবে রসিক হলে,থাকতো না তো কথা।রসের কথা শুনলে পরে,হয়গো মাথায় ব্যথা।
তোমরা যারে রসিক বলো,বাইরে থেকে দেখে ,দুখের পাহাড় জমায় বুকে,সুখক…

 


সৃষ্টি সাহিত্য যাপন

ছড়া লেখনী ।

শিরোনাম - " রসের আড়ালে "

কবি - সোমনাথ নাগ

তারিখ - ২৭/০৮/২১


রসে ডুবে রসিক হলে,

থাকতো না তো কথা।

রসের কথা শুনলে পরে,

হয়গো মাথায় ব্যথা।


তোমরা যারে রসিক বলো,

বাইরে থেকে দেখে ,

দুখের পাহাড় জমায় বুকে,

সুখকে দূরে রেখে।


রসের অনেক গুন আছে,

শুনবে যদি বলি।

প্রেমের রসে মজলে ভায়া,

পকেট হবে খালি।


লেখার রসে ডুবে কবি,

কাব্য বানায় সুখে।

বইয়ের বিক্রি হয় না যখন,

আহার না যায় মুখে।


টাকার রসের গল্প শুনে,

ছুটো না তার পিছে।

সেই রসেতে ডুবলে সোনা,

জীবন হবে মিছে।


মরুভূমির মরুদ্যানে,

জল যে থাকে প্রচুর।

চারিপাশে বালি ভরা,

গাছে নিরস খেজুর।


রসের নেশায় পিঁপড়ে মাছি,

মাতাল হয়ে ছোটে।

রসে ডুবে মরবে যখন ,

তল পাবে না মোটে।


আরো একটা রসের কথা,

না বললেই নয়,

সেই রসেতে নেশা এমন,

রাজাও ফকির হয়।


তাইতো বলি মানুষ সকল,

দেখো ভালো করে।

রসের ফাঁদে কেউ যেন আর

অকালে যায় ঝরে। 🙏❤️