Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵#সৃষ্টি_সাহিত্য_যাপন #তারিখঃ২৭_০৮_২০২১#বিভাগঃকবিতা#শিরোনামঃক্যাকটাস#✍️✍️✍️কানন পটুয়া
দিগন্ত বিস্তৃত শুধুই ধু ধু বালুরাশি,নৈঃশব্দের জনপ্রানহীন এ চরাচরে,আমাতে বেঁচে আছে প্রাণের স্পন্দন।
মহাকালের অসীম …

 


🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵

#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#তারিখঃ২৭_০৮_২০২১

#বিভাগঃকবিতা

#শিরোনামঃক্যাকটাস

#✍️✍️✍️কানন পটুয়া


দিগন্ত বিস্তৃত শুধুই ধু ধু বালুরাশি,

নৈঃশব্দের জনপ্রানহীন এ চরাচরে,

আমাতে বেঁচে আছে প্রাণের স্পন্দন।


মহাকালের অসীম তৃষ্ণা বক্ষে,

একটু আয়েশী আর্দ্রতার খোঁজে,

মাটির গভীরতর বুকে আমার ক্রন্দন।


প্রখর তাপপ্রবাহে ঝলসানো দেহ,

তবুও রেখেছি ধরে চিরযৌবন মোর,

কাঁটার চাদরে মোড়া চিরসবুজ মন।


গভীর নিশীথের হিম শীতলতায়,

কাঁপি থরথর উষ্ণতার লালসায়,

তবুও বাসনায় বেঁচে থাকার মরণপণ।


কুসুমের রঙিন দেশে অবাঞ্ছিত আমি,

সেথা সংখ্যালঘুদের নেই কোনো,

জন্মগত প্রবেশের অধিকার।


একটু আর্দ্র হাওয়া ভালোবাসা মেশা,

লাগে যদি মরমে,আমারো ফোটে ফুল অনুরাগে।

সারা দেহে কাঁটা ,তবু নই শুধু কদাকার।


সুন্দরের পৃথিবীতে আমি শুধু কুৎসিত,

দেহ বড় বেমানান, তবু প্রতিকূল পরিবেশে, 

বুকেতে জমানো জল নেই কোনো হাহাকার।