Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা: দায় কারকলমে: সোমনাথ চ‍্যাটার্জ্জী১৭-০৮-২১""""""""""""""""""""""""""কালচে …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা: দায় কার

কলমে: সোমনাথ চ‍্যাটার্জ্জী

১৭-০৮-২১

""""""""""""""""""""""""""

কালচে রঙের দৈত্যাকার উড়োজাহাজটি

রানওয়ে ধরে ছুটছে...

তার সঙ্গে দৌড়চ্ছে ভয়ার্ত মানুষের দল

নিরাপদ আশ্রয়ের জন‍্য,

জায়গা পেয়েছে কেউ চাকায়,

কেউ ডানায়,

ওরা ঝুলছে....

মাঝ আকাশ থেকে খসে পড়ছে

টুপটাপ করে কাবুলের মাটিতে,

ঝরে যাচ্ছে জীবন থেকে,

বিশ্ব অভিভাবক! দেখছো তুমি ?

মনে পড়ছে ছেচল্লিস বছর আগের কথা,

সায়গন থেকে পালিয়েছিলে

থ‍্যাঁতলানো দম্ভ আর নিঃস্ব হাতে,

ইতিহাস ফিরিয়ে দেয় কিছু স্মৃতি

ফেসবুকের মতো,

কাবুল কি তারই ফটোকপি?

এখানে তো ওরা ছিলনা

ভিয়েতনামের মতো,

তবে !এখনো কি দুঃস্বপ্ন তাড়া করে আসে

আকাশ লাল করে গেরিলা বাজপাখিরা?


ভিয়েতনামি সেদিনের সেই যুবক 

আজ পক্ককেশ,

তার গ্রামের বাড়ির পাশে

সবুজ ধানক্ষেতের শীষের দোলায়

রক্তের ছিটে খুঁজে পায়,

ওখানেই পড়েছিল -

তার মা, দাদা আর সদ‍্য ফোটা কিশোরী

বোনের ছিঁড়ে খাওয়া নগ্ন দেহ,

টিভির পর্দায় দেখে সেও আজ শিউরে ওঠে

আকাশ থেকে মানুষ খসে পড়ার দৃশ্যে,

রক্তের দাগ লাগে কাবুলের ছাতে ।

কালো ধোঁয়ায় ঢাকছে শহর 

আর টোটার শব্দতরঙ্গ ভেসে বেড়াচ্ছে

দেশের একপ্রান্ত থেকে ওপরপ্রান্ত,

আঙুর ক্ষেতে বারুদের গন্ধ,

আবার কি দৈনন্দিন খবরে

মধ‍্যযুগের ছবি মুক্তি পেতে চলছে?

আবার কি বেত্রাঘাত পাথরাঘাত,

বিধানের নামে নারী নির্যাতনের উল্লাস।


স‍্যানিটাইজারে হাত ধুয়ে 

একদম নিঃস্ব হাতে ফিরছো কি !

নাকি.....

নিরীহ অসহায় আফগান শিশু নারী পুরুষ

তারা যে জবাব চাইছে,

কে নেবে এর দায়?

এয়ার স্ট্রাইক আর মিসাইলে

মানুষের হৃদয় স্তব্ধ করে দিতে পারো,

কিন্তু হৃদয় জয় করতে পারো না,

দায়িত্ববানেরা আজ নির্বিকার,

কোনো দায় আজ আর কারো নেই।

কাবলীওয়ালা, তোমার 'খোঁখী' আজ

জীবনের শেষপ্রান্তে বয়সের ভারে ন‍্যুব্জ

'মিনি' আজ বাকরুদ্ধ,

তার চোখের কোন ভিজে যাচ্ছে...

বড় কষ্ট.....


©️সোমনাথ চ‍্যাটার্জ্জী

১৭-০৮-২০২১