Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কলমে- মৌমিতা হালদারশিরোনাম- "ভারতের স্বাধীনতা"তারিখ - ১৫/৮/২০২১
❤❤জয় হিন্দ,,,, বন্দেমাতরম্ 🙏🙏❤❤
১৯৪৭সালের১৫ ই আগষ্ট, অবসান ঘটে সকল ভারতবাসীদের পরাধীনতার নির্মম কষ্টজাতি ধর্ম বিদ্বেষ নয়,সকলের কাছে স্বাধীনতাই হল শ্রেষ্ঠ…



কলমে- মৌমিতা হালদার

শিরোনাম- "ভারতের স্বাধীনতা"

তারিখ - ১৫/৮/২০২১


❤❤জয় হিন্দ,,,, বন্দেমাতরম্ 🙏🙏❤❤


১৯৪৭সালের১৫ ই আগষ্ট, 

অবসান ঘটে সকল ভারতবাসীদের পরাধীনতার নির্মম কষ্ট

জাতি ধর্ম বিদ্বেষ নয়,সকলের কাছে স্বাধীনতাই হল শ্রেষ্ঠ

রক্ত নদীর ধারা বইয়ে শহীদ হয়েছিলেন কত বীর সন্তান

পতাকা উড়িয়ে"বন্দেমাতরম্ "ধ্বনিতেগাও তাদের জন্য গান। 


মায়ের কোল শূন্য করে হারিয়েছিল কত শতশত নিরীহ প্রাণ, 

চারিদিক আগুন জ্বালিয়েগর্জে উঠছিল জমানো অভিমান। 

গান্ধীজি নেতাজি ক্ষুদীরাম বীর পুরুষদের করি ভক্তি সম্মান, 

বীর শহীদরাই দেশ মাতৃকার তরে দিয়েছেন আত্মবলিদান। 


বিদেশি ব্রিটিশসাম্রাজ্যবাদী শক্তি হৃদয়হীন মানুষের জাতি, 

ভারতেই প্রভাব বিস্তার করে তুচ্ছ করে ভারতীয় রীতি নীতি। 

নেতাজির "জয়হিন্দ" ধ্বনি জাগালোসবার মনে সাম্যেরবাণী

নিঃস্বার্থতার রেনেসাঁসে আলোড়িত হল আমাদের জন্মভূমি। 


আজ স্বাধীনদেশে মোরা জাতি ধর্ম হিংসার কবলে জর্জরিত, 

সবার উপরে মানুষ সত্য,দেশভাতৃত্ববোধে সর্বত্র হোক মুখরিত 

দেশশান্তি বজায় রাখতে দশে মিলে করো দেশেরস্বার্থে কাজ

সকল দেশবাসীর চেতনা একত্রিকরণে জাগ্ৰত হোক আজ। 


স্বাধীনত ভারতবর্ষে সকল দ্বন্দ্ব ভুলে মানবতার প্রাচীর গড়ো, 

ভারতবাসীরা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করো। 

ভারতবর্ষকে বিশুদ্ধ মানসিকতায় পূর্ণ রূপে গড়ে তুলতে হবে, 

তবেই ভারতবর্ষ পৃথিবীর সবদেশের মধ্যে শ্রেষ্ঠ আসন লবে।


চ‍্যা্যা্যা্যা্যা্যা্য্যা্যা্যা্যা্যা্যা