Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বেলোয়াড়ি প্রেম 
কানামাছি
বেলোয়াড়ী ছন্দে প্রেম জাগো এ প্রবন্ধেকল্পনার আবেশে মধুমাখা ।স্বপ্নের সুষমায়রঙিন এ সুসময়  কাছ এসো  ,এসো প্রিয় সখা ।দীপ্তির ইন্দুলেখা চরচর সবই ফাঁকা আজ যদি পায় তোমার দেখা ,সূর্যের সোহাগে ফাঁগের আবীর লে…

 


বেলোয়াড়ি প্রেম 


কানামাছি


বেলোয়াড়ী ছন্দে

 প্রেম জাগো এ প্রবন্ধে

কল্পনার আবেশে মধুমাখা ।

স্বপ্নের সুষমায়

রঙিন এ সুসময় 

 কাছ এসো  ,এসো প্রিয় সখা ।

দীপ্তির ইন্দুলেখা

 চরচর সবই ফাঁকা 

আজ যদি পায় তোমার দেখা ,

সূর্যের সোহাগে

 ফাঁগের আবীর লেগে 

রাত জাগা মন একা একা ,

তোমাতেই হারাবে

আপনারে মিশাবে 

তোমার সাগর জলে সখা ।

স্নিগ্ধ মেঘের বেশে 

আমার এ মনের দেশে 

তোমার স্পর্শ সুখ লেখা ।

তুমি তো হারানিধি 

সচকিত গতিবিধি ,

তুমি তো অমর প্রেমের বানী ।

তোমার ফুলের দীপে

সলমা আলোর রূপে ,

প্রভাসিত নিক্কন শুনি রিনিঝিনি ।

সুদূর দিগন্তে  

তরুবীথি প্রান্তে 

মলয়ের সলাজ রোদের রেখা ।

সারাটা বিকেল জুড়ে

ভাবনার মহাচূড়ে ,

পাখি এক নীড়ে বসে একা ।

চোখের সজল দ্বীপে

মাঝি আসে ভেলা চেপে

আদরে আদরে ঠোঁট রাঙা ।

তৃপ্তির বিয়ে হয়

সাথে ফুলশয্যা হয় ,

হরষিত বৃষ্টি নামে মেঘ ভাঙা ।

প্রেম তুমি সাথে থেকো

আমার কবিতা লেখো ,

আমাকে ভাসাও সুদূর পারে ,

মেঘের বালুচরি

প্রভাস সঞ্চারী 

সাজানো থাকুক থরে থরে ।