Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন##মুখোশের রঙ্গমঞ্চ##✍️ জয়া সান্যাল১৫/০৮/২০২১==================
মুখোশের রঙ্গমঞ্চের স্বাধীনতার পালায়প্রতিযোগিতা চলছে অভিনয়ের পারদর্শিতারসম্মাননা প্রাপ্তিতে আন্তরিকতার অভাব।
খুদের দামে বিক্রি হ‌ওয়া আত্মবলীদানেরব…

 


সৃষ্টি সাহিত্য যাপন

##মুখোশের রঙ্গমঞ্চ##

✍️ জয়া সান্যাল

১৫/০৮/২০২১

==================


মুখোশের রঙ্গমঞ্চের স্বাধীনতার পালায়

প্রতিযোগিতা চলছে অভিনয়ের পারদর্শিতার

সম্মাননা প্রাপ্তিতে আন্তরিকতার অভাব।


খুদের দামে বিক্রি হ‌ওয়া আত্মবলীদানের

ব্যার্থ স্বাধীনতা কাদঁছে পথের ধূলায়।

মুখোশের অভিনয়ে মানবিকতা গুমঘরে বন্দী হয়ে

মৃত্যুর দিন গুনছে পরিযায়ীর আকাক্ষায়।


সভ্যতার ইতিহাস বিপ্লবের গানের জলসার আসরে

মুক্তির আনন্দ খোঁজে দ্বীপান্তরের কারাগারে।

স্বাধীনতা ভোরের প্রথম সূর্যালোকে প্রভাত ফেরীর

ব্যান্ডের তালে তালে এগিয়ে চলে শহরের প্রান্তরে।


গল্পকথার আসরে তর্কের ঝড় ওঠে স্বাধীনতার গল্পগাঁথার

এক কাপ গরম চায়ের চুমুকে ছুটির দিনের আমেজে

উৎসবের মেকী আয়োজনে ব্যাস্ত সময় কাটায়।

স্বাধীনতা গোধূলির শেষ সন্ধ্যায় আলোকিত হয় মোমবাতির আলোক সজ্জায়।


সশস্ত্র আর অহিংসা নীতির আলোচনা পর্বে সন্ত্রাসবাদীর তকমা লাগিয়ে স্বাধীনতা দিবস পালিত হয় পরম শ্রদ্ধায়।

কিছু গোপনীয় তথ্য হারিয়ে যায় ইতিহাসের পাতায়।


রঙ্গমঞ্চে করতালির আওয়াজে স্বাধীনতার অভিনয় অভিনন্দিত হয়

সূর্যের শেষ রক্তিম আভায় রক্তে রাঙানো বিপ্লব সত্যান্বেসীর সন্ধানে

সংবিধান লেখে বারংবার।