Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- আত্মসুখের কথা
ফেলে আসা দিনের কথা ভেবে আর পথ চলতে চাইনা,একরাশ স্বপ্ন ভেঙে গেছে বার বার।দীর্ঘ অযত্নে পড়ে থাকা মনের সাথে আর লুকোচুরি করবোনা,হারিয়ে ফেলেছিলাম আমার মনের সুকুমার প্রবৃত্তি গুলো সংসারের দায়িত্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- আত্মসুখের কথা


ফেলে আসা দিনের কথা ভেবে আর পথ চলতে চাইনা,

একরাশ স্বপ্ন ভেঙে গেছে বার বার।

দীর্ঘ অযত্নে পড়ে থাকা মনের সাথে আর লুকোচুরি করবোনা,

হারিয়ে ফেলেছিলাম আমার মনের সুকুমার প্রবৃত্তি গুলো সংসারের দায়িত্ব ও কর্তব্য কাঁধে।

সংসার আজও আছে শুধু স্বপ্নগুলো আজ ফিরে পেতে চাই,

মেঘের আকাশে খুঁজে পেয়েছি আমার অধরা মাধুরী।

আজ আমি তৃপ্ত সৃষ্টি সুখে,

জীবনের অনেকগুলা বছর কেটে গেছে।

শুধু যন্ত্রের মতো সংসার করেছি,

কেউ ভেবে দেখেনি একটিবার এক যুবতীর মনে কিছু স্বপ্ন ইচ্ছে আছে কি না।

হঠাৎই কে যেনো এসে বুঝিয়ে দিল ,

কি জবাব দিবি বিধাতার কাছে।

নারী হয়ে সব সুখ দিলি যাদের,

তাদের মুল্যবোধ কোথায়।

জীবনের উচ্ছাস আবেগ অনুভুতি সৃষ্টি সুখের আনন্দ আজ আমার কাছে,

এক অদ্ভুদ মানবিকতার মনুষ্যত্ব বোধের মানুষের জন্য।

কলম ধরিয়ে দিয়ে বলে পারবি তুই একটু ভেবে দেখ,

গোপন কুঠুরীতে আছে সৃষ্টির প্রাণ,

আমি আছি তোর পাশে এগিয়ে চল।

ভাবনার প্রকাশগুলো একান্ত তোর নিজের একটু যত্ন করে দেখ,

আমি উৎসাহিত অনুপ্রাণীত আজ তোমার কথায় ও ভরষায়।

আমার প্রিয় আবৃত্তি তাও ছড়িয়ে গেলো সাহস করে মনের মাঝে।

আমার নিজস্ব সত্ত্বার প্রকাশ ঘটলো এক যাদুমন্ত্রের মধ্যে দিয়ে।

আমি ভীষন অভিমানি তবু আজ সৃষ্টি সুখে ভাসি ,

ভাষায় আমার ছন্দ সুর নিজের মতোই করে ভাবি।

আমার লেখনীতে সুন্দর দেখো তাই প্রেরণা পাই তৃপ্তি সুখ পাই মনের গভীরে।

অঙ্কুর মুড়িয়ে যাওয়া চারাগাছটিকে আবার যত্নে ফিরিয়ে দিলে তার রূপ।

এটা এখন আমার অহংকার,

বাধা বিঘ্ন যাই আসুক আমি এগিয়ে যাবো সৃষ্টি সুখের উল্লাসে।

প্রকৃতির বুকে রেখে যাবো সৃষ্টির কিছু কথা,

পথ আমার কন্ঠকময় হোক পেয়েছি সৃষ্টি সুখের স্বাদ।

রচিব আত্মসুখের কথা আপন মনের গভীরে,

জীবনের সুখ খুঁজে নেবো বারে বার সৃষ্টি সুখের আলপনা দিয়ে বিধাতার চরনে।


জয়ীতা মিত্র

৩১/৭/২০২১