Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন # কবিতা #  শ্রাবণের সোহাগে ।# কলমে - @ ইন্দ্রানী মুখার্জী ।তারিখ - ৩১ / ৭  /২০২১
 মনখারাপি মেঘ ভাসে নীল আকাশের গায় ।বৃষ্টি এলো আঁধার করে নীল নীলিমায় ।গোধুলিবেলায় দেখা দিল ঘোর অমানিশা ।অন্ধকারে পথের বাঁকে ধোঁয়া…

 


#সৃষ্টি সাহিত্য যাপন 

# কবিতা 

#  শ্রাবণের সোহাগে ।

# কলমে - @ ইন্দ্রানী মুখার্জী ।

তারিখ - ৩১ / ৭  /২০২১


 মনখারাপি মেঘ ভাসে নীল আকাশের গায় ।

বৃষ্টি এলো আঁধার করে নীল নীলিমায় ।

গোধুলিবেলায় দেখা দিল ঘোর অমানিশা ।

অন্ধকারে পথের বাঁকে ধোঁয়াটে আশা ।

সময় এসে থমকে দাঁড়ায় বিশ্ব চড়াচড়ে ।

মনের ভুলে মাদলের বোলে তাল মিলিয়ে চলে ।

আঁখিপল্লব জুড়ে আসে শীতল স্পর্শে ।

প্রবলভাবে বৃষ্টি এলো মেঘেরা গর্জে ।

শ্রাবণ ধারায় বয়ে চলে স্বচ্ছ জলের ধারা ।

 জলে পরিপূর্ণ ধানের ক্ষেত শ্যামল বরণ শোভা ।

 গাঙ শালিকের কিচিরমিচির সবুজ গাছের ডালে ।

 সন্ধ্যাবেলায় শ্রাবণ মেঘে বৃষ্টি পায়ে পায়ে ।

 আলিঙ্গনের নেশায় ভুলে উষ্ণতা ছুঁতে চাই ।

 সোহাগে আদরে ভরিয়ে দিয়ে শ্রাবণ আসে মনের ঘরে ।

 শ্রাবণের মেঘলা বাতাস আবেশে জড়ায়  ।

 ফুলের সুবাসে ভ্রমরের গুঞ্জনে মিলন হবে কুঞ্জবনে 

 মধুমালতী ডাকবে কাছে চোখের ইশারায় ।

 মনখারাপি মেঘ ভেসে আসে নীল আকাশের গায় ।

 মেঘলা  রাতে চাঁদের  দেশে পরীর লুকোচুরি ।

 শ্রাবণ আসে মনের মাঝে ভাসে জীবনতরী ।

 শ্রাবণ ভাসে অবিরত সবার আঙ্গিনায় ।

 মাঝি তাঁর ডিঙ্গি নিয়ে চলে মদিনায় ।

 ভরা গাঙ্গে ঢেউ খেলে যায় নীল শালুক ভাসে ।

 মেঘলা বাতাস জুড়ায় মন স্বপ্ন ছুটেআসে ।