Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : গান আধখানাকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২৭ , ০৮ , ২০২১
অনেক পাতা ও অনেক কাঁটার মাঝে ফোটাশিশিরভেজা লাজুক একটা রক্তগোলাপআমার নিভৃত মনের বাগিচায় আজও তেমনি আছে যেমন ছিল নিদারুণ চুপচাপ ।আজও মন-আধ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : গান আধখানা

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ২৭ , ০৮ , ২০২১


অনেক পাতা ও অনেক কাঁটার মাঝে ফোটা

শিশিরভেজা লাজুক একটা রক্তগোলাপ

আমার নিভৃত মনের বাগিচায় আজও 

তেমনি আছে যেমন ছিল নিদারুণ চুপচাপ ।

আজও মন-আধাঁরে পাপড়ি মেলে

মন্দ হাওয়ার হিন্দোলে দুলে দুলে

নিঃশব্দে সে তেমনই সুবাস ছড়ায় ,

মাতাল করে মন অব্যক্ত মাদকতায় ।


যদিও আজ আমি বর্ণহীন এক প্রজাপতি

তবুও ক্লান্ত দুই ডানায়

অস্তরাগের রেণু মাখি বিবাগী বিকেলবেলায় । 

মন ছিন্ন মৌমাছি ,

ঝরা ফুলের বাগে অবাধ্য অভ্যাসে

অকারণ উড়ে উড়ে ঘুরে ঘুরে গুনগুনিয়ে 

একমুঠো ছাই কুড়িয়ে শ্মশানের

পরিশেষে ফিরি তথাপি ।

বহু ঝড় খাওয়া একটা পাখি আজও

কিজানি কেন মনের ভিতরে

তবুও ছিন্ন ডানায় সেই তেমনি একটা 

আকাশ খুঁজে মরে ।


আমার বাউল বাউল মন 

রোজ সন্ধ্যায় অকারণ 

চুপ একলা মনের একতারতে

খুঁজে খুঁজে না-গাওয়া গান সাধে ।

গভীর হলে রাত ,

নিঃশব্দে না-বলা অনেক কথাই লেখে

অন্ধকারের ক্যানভাসে অজস্র জোনাক ।

কথাগুলো ভোর অবধি

তারা হয়ে আকাশ জুড়ে জ্বলে ;

তারপর ধীরে ধীরে সব ছবি মুছে যায় ,

সব কথা হারিয়ে যায় দিনের কোলাহলে ।


তবুও বড় উদ্ভ্রান্ত মন 

বহু বিভ্রান্তির পাগলা ঝড়ে ঘরছাড়া ,

ঠিকানা নিরুদ্দেশ--বেদুইন দিন যাপন ।

মাঝে মাঝে মনে হয়--বুক আমার বুকে নয় , দিগন্তহীন পোড়া মাঠ ,

বুকের ভিতরে অব্যক্ত কঠিন অসুখ ;

বুকের 'পরে রোদ-বৃষ্টি-ঝড় ,

মেঘফাটা আগুনে বিদ্রূপ ।

কখনও বা মনে হয়--আমি

নির্জন-নীরক্ত-পরিত্যক্ত ধু ধু বালুচর ;

গাছ নাই-ছায়া নাই 

আকাশেও একফালি মেঘ নাই ,

সেই তেমন একটা বুকের ওপর

হঠাৎ হঠাৎ রাতভর চুপরাত্রিক উল্কাপাত ।


সইতে সইতে আমি এখন বেশ সইতে পারি

নিদাঘ-সূর্যের মাধ্যাহ্নিক হানাদারি ।

মেঘের যত বজ্রায়ুধ , যত বিজলি-হানা

নিঃশব্দে সব সইতে পারি ;

আমার বুকের ভিতরে যত রক্ত ক্ষরে ,

তাতে ডুবিয়ে নিয়ে তুলি

রাত্রিভর একলা-মনের বেদনাকে ভুলি ।

আঁক কাটতে কাটতে আনমনে--কখন

ফুরিয়ে যায় সব রং ,

ফুরিয়ে যায় কলমের সব কালি ;

ঠিক তখনই দেখি মেঘের আড়ালে থেকে

ভিখুর কাছে হাত পেতে

রং ভিক্ষা করে আকাশের চাঁদ একফালি ।


আমি তো মনে মনে 

ভগ্ন সেই চাঁদেরই পূর্ণতা খুঁজে মরি ;

বৃষ্টিতে ভিজি--বন্যায় ভাসি ,

রোদের আগুনে ঠায় পুড়ি ।

আমি আকাশের কাছে রং চাই ,

নদী-সমুদ্র , পাহাড় ও অরণ্যের কাছে রং চাই ,

ফুল-পাখির কাছে রং চাই ,

যে রং চেয়ে চেয়ে পৃথিবীর সব কবি

শেষাবধি ফেলে রেখে চলে যায়

অসম্পূর্ণ এক ছবি ;

রেখে যায় ছিন্নবীণায় গান আধখানা ,

ঝড়েরএকটা পাখি-- ক্লান্ত ডানা ।

-----------------------------------------------------------------