Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#শিরোনাম_ আর হল না....!#কলমে_পলি ঘোষ#তাং_১৭.৮.২০২১
ভেবেছিলাম নদীই হবোতোর প্রবাহে শীতলপাটি,মাথা পেতে বুক জুড়াবো।আকাশ ছোঁয়া গাছের তলে হাত বাড়িয়ে মাথা ছোঁব।ডাল গুলোকে আঁকড়ে ধ'রেনতুন পাতায় শীতল হবোঝিলমিল স…

 


সৃষ্টি সাহিত্য যাপন

#শিরোনাম_ আর হল না....!

#কলমে_পলি ঘোষ

#তাং_১৭.৮.২০২১


ভেবেছিলাম নদীই হবো

তোর প্রবাহে শীতলপাটি,মাথা পেতে বুক জুড়াবো।

আকাশ ছোঁয়া গাছের তলে 

হাত বাড়িয়ে মাথা ছোঁব।

ডাল গুলোকে আঁকড়ে ধ'রে

নতুন পাতায় শীতল হবো

ঝিলমিল সব আলোরপরশ,যাযাবরের পথিক হবো।

আবছা আলোর শীতল চুমু

তোর প্রবাহে শয্যা হবো।

কাটবো সাঁতার তলদেশে,ঝর্ণা মাপে শান্ত রব।

তোর প্রবাহে স্বতন্ত্র হলেও, প্রবাহ পথেই শাখা হবো।

হবই হব... হয়তো কমবে জলেরধারা

তবু ,তোর জোগানেই পাগলপারা।

পেলব ছোঁয়ায় স্রোতের ধারা,....

 তখন না হয় উপই হবো!

তবুও আমি নদীই হবো!


বুকের মাঝে পাড় ভেঙে জল

বিষয়ান্তরে সব  বদলালো!

পাড় ভাঙানোর অপমানে,গ্রাম গুলি যে হারিয়ে গেল!

উদার বুকের ঢাল তলোয়ার

সময় নিল ক্ষয় করালো।

কমতে কমতে প্লাবন জলে,উপনদী ও শুকিয়ে গেল!

পলিস্তরে বুকের ভরাট ,নাব্যতাতেই তলিয়ে গেল!

শুকিয়ে গেল,জুড়িয়ে গেল...!

বাঁকে বাঁকে বিলীন হলো..!


আমার আর নদী হওয়া হল না!!!