Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা_পরজন্মের লোভকলমে _ পারমিতা মহান্ত১৭/৮/২১
মেয়েটি পরজন্মের দিকে পা বাড়ায়!সাক্ষী থাকে দীঘির বুকে সূর্যাস্তের ছবি,হেলে পড়া পুঁইমাচা আর দুর্বল ছাগল ছানাটি।কোলাহল শেষে অন্ধকার নামে পাখির ডানায়!
অনন্ত অবহেলার ছাপ …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা_পরজন্মের লোভ

কলমে _ পারমিতা মহান্ত

১৭/৮/২১


মেয়েটি পরজন্মের দিকে পা বাড়ায়!

সাক্ষী থাকে দীঘির বুকে সূর্যাস্তের ছবি,

হেলে পড়া পুঁইমাচা আর দুর্বল ছাগল ছানাটি।

কোলাহল শেষে অন্ধকার নামে পাখির ডানায়!


অনন্ত অবহেলার ছাপ পড়ে পায় পায়,

সন্ধ্যা তারাটি বরাবরের মতোই চেয়ে দেখে,

চারদিকের ঝোপঝাড়,বুনোহাঁসের দল,ঝিঁঝির ডাক

রাত্রিকে আরো নিস্তব্ধ করে দেয় কোনো এক আশঙ্কায়!


মেয়েটি ধীরে ধীরে ঘাটের শেষ ধাপে পৌঁছেচে,

কালো দীঘির জলে লুকিয়ে আছে পরম শান্তি।

সমস্ত জগৎ সংসার দেখছে অসীম কৌতূহলে,

ততক্ষণে তার পরজন্মের লোভ আকাশ ছুঁয়েছে!


সময়ের পর সময় আসে সে কখনো থামেনা,

এ ঘাটেই কত পরজন্মের লোভে ইহজন্মের হয়েছে বলি!

তবে একদিন সে এলো এক চাঁদ হীন রাতে

যে বুঝিয়ে দিয়েছিল পরজন্ম বলে কিছু হয়না।

______________________________________