Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ:- কবিতাশিরোনাম:- কালবেলাকলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:-৩১/৭/২০২১
 ভাসছে নদী ভাঙছে কূল   অশ্রুজলে হৃদয়ে বান, মানুষ যেন শ্রাবণধারায়  পুণ্যের আজ মুক্তিস্নান।
 সময়ের তরে দুঃখ জ্বালায়      মন যে বড্ডো ভারী…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ:- কবিতা

শিরোনাম:- কালবেলা

কলমে:- শিবানী চ্যাটার্জ্জী

তারিখ:-৩১/৭/২০২১


 ভাসছে নদী ভাঙছে কূল

   অশ্রুজলে হৃদয়ে বান,

 মানুষ যেন শ্রাবণধারায়

  পুণ্যের আজ মুক্তিস্নান।


 সময়ের তরে দুঃখ জ্বালায়

      মন যে বড্ডো ভারী,

  উদাস মনে প্রকৃতির সাথে

    দেবোই ভাবছি আড়ি।


  কত মানুষ হল ঘরছাড়া

    হারালো সহায় সম্বল,

 ভাসছে দুয়ার ভাসছে কূল

     ভাঙছে মনের বল।


  প্রকৃতি এখন জমিয়ে খেলা 

      দেখছে তাকিয়ে ধরায়,

     খেলায় মেতে মানুষ জন

        হারালো সব সহায়।


  শ্রাবণধারার জলের সাথে

     মিছে গেছে অশ্রুজল,

    দিনরাত সব এক করে

          বুক যে টলমল।


  নদীর কূল আর মনের কূলে

        বাঁধন আজ ছাড়া,

   ভাসছে আজ মনের দুয়ার

         হয়ে যে সর্বহারা।


  জীবন ধারার পথের মাঝে

        শ্রাবণের কত খেলা,

   চোখের কাজল মুছে দেখি

        সামনে কালবেলা।