Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শেষ বিদায়ের আগেআবুল হাশেম তাঃ ৩০/৭/২১
মরার আগে ভালোবাসিস আমারেমরার পরে আমার জন্য কেঁদে কি লাভ হবে।সুখে আছি কি দুঃখে এক বার এসে দেখে যা দু নয়নেমরা দেখে কি লাভ হবে শুধু চোখের জল ফেলেজীবন থাকতে এসো বন্ধু আমার ভাঙা কুঁড়ে ঘরেমরার পরে ফ…

 


শেষ বিদায়ের আগে

আবুল হাশেম 

তাঃ ৩০/৭/২১


মরার আগে ভালোবাসিস আমারে

মরার পরে আমার জন্য কেঁদে কি লাভ হবে।

সুখে আছি কি দুঃখে 

এক বার এসে দেখে যা দু নয়নে

মরা দেখে কি লাভ হবে 

শুধু চোখের জল ফেলে

জীবন থাকতে এসো বন্ধু 

আমার ভাঙা কুঁড়ে ঘরে

মরার পরে ফুলের মালা দিলে কি হবে?

মরার আগে মালা না পরালে।

মরার পরে চাই না আমি ফুলের প্রসাদ

ও প্রসাদ লাগবে না আমার কোন কাজে।

কেঁদে কেঁদে চোখের জল ফেলে

বড় ভালো লোক ছিলো বলে কী হবে

আমার ও জীবন কালে

নাও নি কোন খোঁজ নিজে

শুনেছো মরেছি তাই এসেছো চক্ষু ভিজে

ভিজা চোখের কথায় আমার হৃদয় যাবে পুড়ে

আমার ও মরার কালে কাঁদবে না নয়ন জলে। 

পারলে এসো মরার আগে 

এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে  হাতে।।

তোমার সাথে কথা হবে পরাণ খুলে

পরোপারে যাবার সময়ে 

মালা পরে কি লাভ হবে?

 ও মালা কবর দেশে যাবে পচে।

বলো মৃত্যুর পরে মালার কি দাম আছে। 

যদি আমাকে  মনে পড়ে 

এসে দেখা করো আমার শেষ বিদায়ের আগে। 

আমি চাই না কিছু এসো হে বন্ধু শূন্য হাতে।