Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

তারিখ--27--8--2021#বিভাগ---কবিতা ।#শিরোনাম----- রসের নাগর।#কলমে ----শিপ্রা মুখার্জি (মুখোপাধ্যায়)
ভালুক গেল হালুম বুড়ো র বাড়ি করতে আদায় পাওনা টাকা কড়ি ।হালুম বুড়োর  বৌ যে বেজায় সুন্দরী।পড়ে এলো নকসি কাঁটা শাড়ি ।
ভালুককে দেখে,দাঁত কে…

 


তারিখ--27--8--2021

#বিভাগ---কবিতা ।

#শিরোনাম----- রসের নাগর।

#কলমে ----শিপ্রা মুখার্জি (মুখোপাধ্যায়)


ভালুক গেল হালুম বুড়ো র বাড়ি 

করতে আদায় পাওনা টাকা কড়ি ।

হালুম বুড়োর  বৌ যে বেজায় সুন্দরী।

পড়ে এলো নকসি কাঁটা শাড়ি ।


ভালুককে দেখে,দাঁত কেলিয়ে হেসে ,

বলে -এতদিনে দেখা নেই যে বড়ো !

শুকিয়ে গেছো,ধরেনি তো তোমার 

বিষম  কোনও ব্যামো কারো ?


পটিয়সীর হাসিতে, ভালুক গ'লে 

নিজের টাকার কথা ভুলে ।

লেজ নাড়িয়ে বসলে ভূমে 

প্রেম  পিরিতী খেলে ।


বেজায় রেগে হালুম বুড়ো ছুটি

ধরে হালুম বুড়ির ঝুঁটি ।

বলে--একটা' বর'এ হয় না কি তোর?

লাগে বুঝি  দু'টি!!!


রসের নাগরের দুঃখে  গলে গিয়ে 

হালুম বুড়োর পড়লো মনে টাকা র কথা তার ।

রোশের বশে বলে,আর দেরি নয়  যে  গো ভাই,

দাও তো আমার টাকা টা যে চাই।

____________সমাপ্ত____________