সৃষ্টি সাহিত্য যাপনকবিতা: পড়শীকে দেখিয়ে ঘরে চাপকলমে: আবুল হাসমত আলীতারিখ: ২৭-০৮-২১
এই জিনিসটার মানে কী?নেটে অন্বেষণ করে দেখো;ওই জিনিসটা জানতে চাও?নেটে দেখে সব শেখো।
এখন নেটে দেখি অবাক কাণ্ড!পাশের বাড়িতে ঢুকেছে যারা;তারা …
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা: পড়শীকে দেখিয়ে ঘরে চাপ
কলমে: আবুল হাসমত আলী
তারিখ: ২৭-০৮-২১
এই জিনিসটার মানে কী?
নেটে অন্বেষণ করে দেখো;
ওই জিনিসটা জানতে চাও?
নেটে দেখে সব শেখো।
এখন নেটে দেখি অবাক কাণ্ড!
পাশের বাড়িতে ঢুকেছে যারা;
তারা হচ্ছে হুলো বেড়াল,
তারা সব সাদা পোশাক পরা।
ইতিহাসে পাই তাদের দুষ্টামি,
তারা করেছে অনেক অশান্তি,
মোদের ঘরের যত ছাগল ভেড়া,
সবার চোখে-মুখে তাই ভীতি।
কিন্তু এই বিড়ালেরা বলে,
আমাদের তোমরা ভয় পেয়ো না;
মোদের অতীত হয়েছে অতীত,
আমরা এখন আর মন্দ না।
এখন রয়েছে অন্য চিন্তা,
পাশে একান্নবর্তী পরিবারের;
সেখানে আছে অনেক বিড়াল,
সম্ভাবনা নিন্দার মুখে পরার।
তাদের কোণঠাসা করবে,
সিংহ রাজার বংশধর যারা;
পাশের বাড়িতে বিড়ালের হানা,
ঘরোয়া বিড়ালদের উপর খাঁড়া।
পরিবারের ক্ষমতা হাতে রাখতে,
এটা একটা খাসা পরিকল্পনা;
পাশের বাড়ির বিড়ালদের দেখিয়ে,
ঘরের বিড়ালদের লাথি মারা।
ঘরের বিড়ালরা বিদ্রোহ করলে,
তাদের বিরুদ্ধে বাকিরা হবে একত্রিত;
হুমকি দেবে ঘরোয়া বিড়ালদের,
ঘরের মাথা সিংহই থাকবে কার্যত।