Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

#দৈনিক_কবিতা #শিরোনাম : সময়#কলমে      : অমিতাভ#তারিখ      : ৪-৮-২০২১*******************************আজ ওরা নেই!যারা আমাকে দেখেই আমার হাতে দিয়েছিল নিঃশর্তের একমুঠো জুঁই ফুল !আমাকে দেখেই গার্ভিনী মেঘেরা তারসুষমা তুলে ধরেছিল চাঁদের আ…

 


#দৈনিক_কবিতা 

#শিরোনাম : সময়

#কলমে      : অমিতাভ

#তারিখ      : ৪-৮-২০২১

*******************************

আজ ওরা নেই!

যারা আমাকে দেখেই আমার হাতে 

দিয়েছিল নিঃশর্তের একমুঠো জুঁই ফুল !

আমাকে দেখেই গার্ভিনী মেঘেরা তার

সুষমা তুলে ধরেছিল চাঁদের আলোয়।

সেই সময় ---

সাদা গোলাপের নিবিড় দাওয়ায়

আমি নতজানু প্রাথর্নায়!

যারা আমায় স্বপ্ন জ্যোৎস্নায় ডুবিয়েছিল।

সবুজ জানালায় প্রত্যয়ী শিহরণ জাগিয়েছিল-

আজ সেই সব মানুষ নেই!

সেই সময়---

আমি মুঠো মুঠো রোদ্দুর ছুঁড়ে দিতে

চেয়েছিলাম!

দরজায় দরজায় কড়া নেড়ে নেড়ে 

পরিণত বৃক্ষ হবার আশায়,প্রতীক্ষার

বয়সকে করেছিলাম আয়ুস্মান!

সেই সময়---

কোনো কথা না বলে সব থেকে

কাছে যে এসেছিলো --

সে আমার ভালোবাসা।

একটা হলুদ পাখী খাঁচার সীমা ছেড়ে

আকাশে ভেসে উত্তরে মেঘ হয়ে

চলে গেলো-আর এলোনা..

এখন এই সময় ---

এই বৃষ্টি ভেজা সকালে তোমাদের মনে পরে,

স্বপ্নসঙ্গী মানুষরা আর কাছে নেই..

শেষ যাত্রার খৈ এর মত ছিটিয়ে দিয়েছি

তোমাদের দেওয়া সমস্ত শপথ  ...

✍️অকবি

4/8/2021