Page Nav

HIDE

Post/Page

May 16, 2025

Weather Location

Breaking News:

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

শিরোনাম:-অচেনা সকালকলমে-শিবানী সাহাতারিখ:-০৪/০৮/২০২১
আকাশের মুখ হয়েছে ভারশুধুই মন খারাপের ছবি।
রবি আজ এলো নাতোরইল পরে আসনখানি।
কালো মেঘের ভেলায় চড়েকেবল খেলছে লুকোচুরি।
বৃথাই হল সকালটা আজকেউ পেল না, আলোর পরশখানি।
উদাস মনে রইল চেয়ে,…

 


শিরোনাম:-অচেনা সকাল

কলমে-শিবানী সাহা

তারিখ:-০৪/০৮/২০২১


আকাশের মুখ হয়েছে ভার

শুধুই মন খারাপের ছবি।


রবি আজ এলো নাতো

রইল পরে আসনখানি।


কালো মেঘের ভেলায় চড়ে

কেবল খেলছে লুকোচুরি।


বৃথাই হল সকালটা আজ

কেউ পেল না, আলোর পরশখানি।


উদাস মনে রইল চেয়ে,

বাগ বাগিচার কুসুমকলি।


আপন বাসায় রইল বসে

গাইলো না আজ ভোরের পাখি।


যেমন ছিল তেমন ভাবেই,

রইল পরে বরণডালি।