Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"ঘাটাল মহকুমার বন্যাদুর্গত মানুষের পাশে অপরাজেয়"

নিজস্ব সংবাদদাতা,ঘাটাল....... ঘাটাল মহকুমার শিলাবতী নদী বাঁধ তীরবর্তী বন্যাদুর্গত,  অসহায় ও নিরাশ্রয় হয়ে নদী বাঁধে আশ্রয় নিতে বাধ্য হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো "অপরাজেয়" স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার অপা…

নিজস্ব সংবাদদাতা,ঘাটাল....... ঘাটাল মহকুমার শিলাবতী নদী বাঁধ তীরবর্তী বন্যাদুর্গত,  অসহায় ও নিরাশ্রয় হয়ে নদী বাঁধে আশ্রয় নিতে বাধ্য হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো "অপরাজেয়" স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার অপারাজেয-এর পক্ষ থেকে  মুড়ি, চিড়ে, চিনি,পাউরুটি, বিস্কুট ও সুজি বিতরণ করা হলো দুর্গত মানুষদের মধ্যে। এই এলাকার মোট ৫৫ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো সংস্থার পক্ষ থেকে ।


এই মহৎ কর্মকান্ডে সংগঠনের স্থানীয় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন  সুকুমার সামন্ত,রাজা রুইদাস, বিশ্বজিৎ রায় প্রমুখ।এদিন সংগঠনের  দ্বিতীয় ত্রাণবিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় ঘাটাল মহাকুমার দন্দিপুর গ্রামে। পুরোপুরি জলবেস্টিত এই গ্রামে সংস্থার পক্ষ থেকে ১০০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। কর্মসূচি দুটিতে  সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি চিত্ততোষ পৈড়া,সম্পাদক সুশান্ত জানা, সক্রিয় সদস্য অতনু ঘোষ, প্রশান্ত মাজী,জয়দেব সিং প্রমুখ। সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া এলাকার মানুষের অবস্থা দেখে  স্থানীয়দের উদ্দেশ্য বলেন, "আপনারা খুব কষ্টের মধ্যে রয়েছেন,দেখে খুব খারাপ লাগছে। সংগঠণের পক্ষ থেকে আমাদের সাধ্যমত খাদ্য সামগ্রী আপনাদের বিতরণ করছি । পরবর্তী সময়ে ও আপনাদের পাশে সাধ্যমতো পাশে থাকার  চেষ্টা করবো"।

সংগঠনের সম্পাদক  সুশান্ত জানা বলেন "এলাকার মানুষ  ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। আমরা যে ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছি তা খুব সামান্য। পরবর্তী কালে আমরা যাতে বেশী  করে সাহায্য করতে পারি তার চেষ্টা করবো"।তাঁরা এই কাজে সকলের সহযোগিতা প্রার্থনা করেন। উল্লেখ্য এর আগে সংগঠনের উদ্যোগে দু-দিন কেশপুর ব্লকের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিলি করা হয়।