Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মৌচাক সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর.............. শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকার মৌচাক সেবাশ্রমের ঊনিশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও একটি রক্তদান শিবি…

 


নিজস্ব সংবাদদাতা,পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর.............. শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকার মৌচাক সেবাশ্রমের ঊনিশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এই রক্তদান উৎসবে রক্তদান করেন মোট ১০১ জন। যারমধ্যে ১২ জন মহিলা ও ২৫ জন নতুন রক্তদাতা রক্ত দান করেন। সেবাশ্রমের সর্বময় কর্তা মৃনাল সুন্দর পাত্র জানান, স্থানীয় শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ গোলাম মোস্তফাসহ বেশ কয়েক জন সহকারী শিক্ষক এই রক্তদান শিবিরে রক্তদান করেন।


সেবাশ্রমের বরিষ্ট পদাধিকারী ডা. বিশ্বনাথ শাসমল জানান, প্রতিবছরের মতো এবছরও আশ্রমের পরিচালক শিক্ষক মৃনাল সুন্দর পাত্র ও তাঁর সহধর্মিণী মলিনা পাত্র এদিনের শিবিরে রক্তদান করেন। তমলুক জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক ও পীতপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাডব্যাংকের যৌথ সহযোগিতায় এদিনের এই রক্তদান উৎসবটি সম্পন্ন হয়।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রক্তদাতাদের সেবাশ্রমের পক্ষ থেকে লালগোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সেবাশ্রমের পক্ষে মৃণাল সুন্দর পাত্র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।