নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী, ঝাড়গ্রাম............ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির ইনডোর পরিসেবা এই করোনা অতিমারী তেও বিগত এক বছরের ও বেশি যাবত বন্ধ আছে। ডাক্তার, নার্স সহ অন্য কোনো মেডিক…
নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী, ঝাড়গ্রাম............ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির ইনডোর পরিসেবা এই করোনা অতিমারী তেও বিগত এক বছরের ও বেশি যাবত বন্ধ আছে। ডাক্তার, নার্স সহ অন্য কোনো মেডিক্যাল স্টাফের অভাবে স্বাস্থ্য কেন্দ্র টি বন্ধ আছে।
ডাক্তার ও নার্স নিয়োগ সহ অন্যান্য পরিসেবা অতি সত্তরচালু করতে সমস্ত গ্ৰামবাসীরা মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন। মুখ্যমন্ত্রী গত ৯ ই আগস্ট আদিবাসী দিবসে ঝাড়গ্রাম এসেছিলেন। সেদিন ই তাঁর হাতে আবেদন পত্র টি তুলে দেওয়া হয়। ইমেল ও স্পিড পোস্টেও আবেদন পত্র পাঠানো হয়েছে। পাশাপাশি এই আবেদন পত্রের কপি পাঠানো হয়েছে,ঝাড়গ্ৰাম জেলা শাসক,মহকুমা শাসক,
সিএমএইচ,বিডিও, বিএমওএইচ
ও সাঁকরাইল থানাতে।
এই হাসপাতালে ঝাড়গ্ৰাম জেলার সাঁকরাইল ব্লকের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের ও মানুষ চিকিৎসা পরিসেবা গ্ৰহন করেন।হাসপাতালে পরিসেবা বন্ধ থাকায় সমস্যা পড়েছেন আদিবাসী,লোধা , শবর সহ সহ সমাজের সব অংশের মানুষ। এলাকাবাসীদের এই আবেদন মাননীয়া মুখ্যমন্ত্রী মানবিক দিক দিয়ে সহানুভূতি র সাথেই দেখবেন বলে আশা রাখেন উদ্যোক্তারা। কিছুদিন সময় নিয়ে আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। সদর্থক কাজ না হলে পরবর্তী পদক্ষেপ এর জন্য বৃহত্তর ভাবে গ্রামবাসী দের নিয়ে কিছু করার চিন্তাভাবনা নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা