নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর........ অখন্ড মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার ১১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বর্ষীয়ান সদস্যদের সংবর্ধনা সভা। শুক্রবার সকালে কে ডি কলেজ …
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.......
. অখন্ড মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার ১১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বর্ষীয়ান সদস্যদের সংবর্ধনা সভা।
শুক্রবার সকালে কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজের ডায়মন্ড জুবিলী বর্ষ পূর্তি উপলক্ষ্যে এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার একাদশতম প্রতিষ্ঠা দিবস(২০ আগষ্ট)উপলক্ষ্যে কে. ডি. কলেজ অফ কমার্স এর এন. এস. এস. ইউনিট ও সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসাদা। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দুলাল চন্দ্র দাস, কলেজের এন. এস. এস এর পোগ্রাম অফিসার তথা মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের কার্যকরী সভাপতি ডঃ মিলন কুমার সরকার, অধ্যাপক উত্তম কুমার জেনা, সমন্বয় সংস্থার সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু, দক্ষিণ কোলকাতা আঞ্চলিক ইউনিটের সম্পাদক সুব্রত কুমার মাজী, আঞ্চলিক ইউনিটের সহ-সভাপতি ডঃ প্রসূন কুমার পড়িয়া,
চার সহ-সম্পাদক পঙ্কজ কুমার পাত্র, সদানন্দ সরকার, অমিতাভ দাস,অধ্যাপক ডঃ সুশান্ত দে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক মন্টুরাম জানা, অনাদি কুমার জানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দদুলাল ভট্টাচার্য, আঞ্চলিক ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য দেবীপ্রসাদ নন্দী, উত্তম কুমার রায়, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক বিশ্বজিৎ সাহু,সদস্য তারাপদ বারিক,প্রাক্তন প্রধান শিক্ষক অমর কৃষ্ণ রায়, এ.আই.অমরেশ কর, শিক্ষক মণিকাঞ্চন রায়, শিক্ষক নরসিংহ দাস, শিক্ষিকা সবিতা মান্না, কলেজের বড়বাবু ইন্দ্রজিৎ পাণিগ্ৰাহী সহ অন্যান্যরা।
বিকেলে কে. ডি. কলেজ অফ কমার্স এর সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের পঁচাত্তরোর্ধ্ব ১৮ জন বর্ষীয়ান সদস্যকে সম্মাননা জ্ঞাপন করা হয়। সভা শুরুর আগে সংস্থার পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার। শ্রদ্ধার্ঘ্য হিসেবে বর্ষীয়ান সদস্যদের "মেদিনীপুর সমন্বয় সংস্থা"র নামাঙ্কিত উত্তরীয়, এবং সংস্থার নিজস্ব "ভারতের স্মরণীয়-বরণীয়" বই, প্রত্যেকের ছবি সহ সুদৃশ্য স্মারক ও একটি করে ফুল গাছ সবার হাতে দেওয়া হয়।সবর্ধনা সভায় মেদিনীপুরের নবনিযুক্ত পৌর প্রশাসক সৌমেন খান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ চিত্তরঞ্জন কুন্ডু,মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রঞ্জন রায়, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ হৃষিকেশ দে, স্বনামধন্য চিকিৎসক ডাঃ দিবাকর সামন্ত, প্রাক্তন অধ্যাপক মন্টুরাম জানা,অধ্যাপক জগবন্ধু অধিকারী, অধ্যাপক ডঃ হিমাংশু শেখর পণ্ডা, অধ্যাপক জ্ঞানাঙ্ক শেখর মিশ্র,প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন মুখার্জি,প্রাক্তন প্রধান শিক্ষক কানাই লাল দে, প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন গরাই, প্রাক্তন বিচারপতি অঞ্জলি সিনহা, গড়বেতা কলেজের অধ্যক্ষ ডঃ হরিপ্রসাদ সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংবর্ধনা প্রাপক এমন অনুপস্থিত সাতজন সদস্যের বাড়িতে গিয়ে আঞ্চলিক ইউনিটের কর্মকর্তাগণ সম্মাননা জ্ঞাপন করেন।
এদিনের শিবিরে রক্তদান সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ। এদিনের শিবিরে কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, সমন্বয় সংস্থার সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীরা রক্তদান করেন। এদিন শিবির সমন্বয় সংস্থার আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করেন নবজাত সংগঠন "অপরাজেয়"-এর দু'জন সদস্য। সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ এবং সংস্থার নিজস্ব "ভারতের স্মরণীয়-বরণীয়" বই ও স্মারক উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সবশেষে আঞ্চলিক ইউনিটের সভাপতি উপস্থিত সম্মানীয় সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।