ললাট লিখনসুব্রত মিত্র
বৃক্ষ তলে বসে আছি।চিল কাক উড়ে যায়।তারা বাসা ছেড়ে ছুটে এসে আমাকে তারায়,আমি নির্ভাবনায় আছি,তবু মরি বাঁচিবার আশায়।
পড়ে রয় মন এই বনে;নাহি যেতে চায় লোকালয়েআজকে লোকালয়ে নেই আর মানুষের আশ্রয়সেথা হয় সর্বদা হিং…
সুব্রত মিত্র
বৃক্ষ তলে বসে আছি।চিল কাক উড়ে যায়।
তারা বাসা ছেড়ে ছুটে এসে আমাকে তারায়,
আমি নির্ভাবনায় আছি,
তবু মরি বাঁচিবার আশায়।
পড়ে রয় মন এই বনে;নাহি যেতে চায় লোকালয়ে
আজকে লোকালয়ে নেই আর মানুষের আশ্রয়
সেথা হয় সর্বদা হিংস্রতায় রক্ত ক্ষয়,
এই জঙ্গল হয় উৎকৃষ্ট মঙ্গল
এখানে ছদ্মের বেশ নেই
স্বভাবজাত জালিয়াতির রেশ নেই,
এখানে মুক্তির আহবানে সারা দিই দিন রাত
আহা বেশ বেশ কি চমৎকার আমার বরাত।
অহংবোধ করিয়াছি রোধ
নিজের অজান্তে যাহা ছিল অপরাধ হয় যেন শোধ;
অক্ষর চলে গেছে বহুদূর
বাক্যের সন্ধানীরা অবাক্যের মাঝে আছে পড়ে,
বাধ্যবাধকতায় করি যাপন বেদনা মধুর মিদুর।
শিকড় উপড়ে ফেলা যন্ত্রণার বিদ্রোহ কল্পনায়
যাতনার শিকার হয়েও, মরে গিয়েও, মরছি না।
মরে যেতে চাই, তবুও মায়া না হারাই।
পঙ্কিল চৌচিল অনাবিল তাহাদের করেছিল সবল
আমি আগেও ছিলাম আজও আছি,আমি খুব দুর্বল।
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
: বিফল বলা
সুব্রত মিত্র
আসল বলে কিছু আছে বলেইতো--
নকলের এত বাড়াবাড়ি;
আসল বলে কিছু আছে বলেইতো--
নকলের এত ভয়,
আসল বলে কিছু আছে বলেইতো--
নকলের মাঝে আসলের ইঙ্গিত,
আসলের মাঝে নেই আসল প্রকল্প;
আবার,আসল বিনা নকলের হয়না বিকল্প।
আসল কথা বিফল বলা--
বৃথা আসল জল্পনা।
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
: খণ্ডন
সুব্রত মিত্র
রাস্তায় শুয়ে আছে কুকুর শুয়ে আছি আমি
কুকুরটা কম দামি আমি খুব দামী
তাই কুকুরের পাশাপাশি একটু অদূরেই ফুটপাতে শুয়ে আছি আমি।
এসেছে বসন্ত গাছের পাতার গায়ে
তাতে কি বা এসে গেল আমরা তো সেই আছি শুয়ে রাস্তায়,
পৃথিবীর যত হাহাকার সবই যেন আমাদের
নেই ইজ্জত, নেই ভয়, নেই আশ্বাস,নেই ভরসার বাণী জীবনের।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
: মনস্তাপ
সুব্রত মিত্র
আমি বুঝে গেছি তোমাদের ব্যাপার-স্যাপার
জানি তোমরা কখনও প্রশংসা করবে না আমার
আমি কি করতে পারি নি--
আরকি করিনি এগুলোই বিষয় তোমাদের চর্চার,
সুনাম দূর স্থিত
বদনাম জীবনের খুব কাছেই অবস্থিত;
চলতি পথে সামাজিক রথে অরুচিকর প্রাপ্তি আর অসহনীয় যন্ত্রণায়
চোখ-কান বুজে; অপমান কানে গুঁজে; ফেলে দেওয়া থুতুও চেটে খেতে হয়।
খাবারের থালা কেড়ে নেয় ঐ সামরিক রাজনেতা
যত ভন্ডামি আর মিথ্যা প্রচারে জেগে আছে তার নিয়মানুবর্তিতা,
জন-সচেতনতা হীন ঠুনকো দেওয়ালে ঘা খেয়ে যায় ভাঙ্গা চেয়ারের হাতল
জঞ্জাল প্রতি ফসল জীবনের অনুভূতির সকল,
কবে কোন কালে লেগেছে যুদ্ধ এই গৃহ মনে
সেকথা লেখেনি কোন কবি;
সব অভিজ্ঞতারা করেছে বিস্তার এই জীবনে
হয়তোবা দেখেনি কোন কবি এই পৃথিবী।