Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনামঃ আসল- নকল কলমেঃ  কনক লতা মন্ডল তারিখঃ ২৭/০৯/২০২১ খ্রিঃস্বরবৃত্ত (৪+৪/৪+২)
চিনি দেখতে নুনের মতো স্বাদে ভিন্ন লাগে, মানুষ দেখতে মানুষ রুপি কাজে কর্মে ত্যাগে।
কয়লা ধুলে থাকে ময়লা যতো ঘষো তাতে, কাকে যদি পেখম…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনামঃ আসল- নকল 

কলমেঃ  কনক লতা মন্ডল 

তারিখঃ ২৭/০৯/২০২১ খ্রিঃ

স্বরবৃত্ত (৪+৪/৪+২)


চিনি দেখতে নুনের মতো 

স্বাদে ভিন্ন লাগে, 

মানুষ দেখতে মানুষ রুপি 

কাজে কর্মে ত্যাগে।


কয়লা ধুলে থাকে ময়লা 

যতো ঘষো তাতে, 

কাকে যদি পেখম লাগায়

হয় না ময়ূর জাতে।


মানুষ রুপি অমানুষ যে

মুখোশ পরে থাকে, 

উপর দিয়ে ভিজিয়ে দেয়

গোড়া কাটে ফাঁকে। 


মানুষ চেনা খুব সহজ নয়

মনে রেখো সবে, 

পশুর মতো আচরণ তার 

সুযোগ পেলে ভবে।


মন্দ স্বভাব লোকের মনে 

ছলনার নেই জুড়ি,

বন্ধু বেশে পিছন থেকে 

মারবে তোমায় ছুড়ি।