Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন                                                      শিরোনাম----- এক কাপ গরম চাকলমে  ----- বন্দনা রায় তারিখ  ------ 27/09/2021
শ্রাবণের ঝিরিঝিরি বারিধারা                                             অঝোর ধারায় চ…

 


সৃষ্টি সাহিত্য যাপন                                                      শিরোনাম----- এক কাপ গরম চা

কলমে  ----- বন্দনা রায় 

তারিখ  ------ 27/09/2021


শ্রাবণের ঝিরিঝিরি বারিধারা                                             

অঝোর ধারায় চলেছে ঝরে,

বৃষ্টির ফোঁটা গুলো গাছের পাতায় পরে 

যেন সুরের ঝংকার তুলছে  । 


সকালের এক কাপ চায়ের গরম আমেজ 

দুজন দুজনের দিকে চেয়ে থাকি কিছুটা সময়, 

গরম অনুভূতি স্পর্শে জড়িয়ে থাকা কিছুক্ষণ ।


তপ্ত কাপের উষ্ণ বাতাসে তৃপ্ত হই আমি, 

ভুলে থাকি সকল কাজের ব্যস্ততার মাঝেও ।।


আঙুলে আঙুল ছুঁয়ে জড়িয়ে থাকা  

মনের আবেগে কাছে টেনে নেওয়া 

আর অনুভূতি অম্বেষণে এগিয়ে যাওয়ার প্রস্তুতি ।


ঠোঁটে উষ্ণ স্পর্শে প্রথম জাগে হৃদয়ে দোলা ,

তারপর এক চুমুক দুই চুমুক দিতে দিতে দৈনন্দিন আমেজে হারিয়ে যাওয়া----


সুখকর কিছু সুখ স্মৃতি প্রতিদিনের

অনুভবে জীবনের স্বাদ পেয়ে  

গড়ে ওঠে মুগ্ধতার আবেশ ।।