"সৃষ্টি সাহিত্য যাপন"
ঘুমোয়নি সে মনোজ কুমার রথ ( ৬ আশ্বিন,১৪২৮; 23-09-2021)-----------------------------------------------------------------
আমি ছুঁইনি এই ক'টাদিন তাকে,তাকেও বলেছি...দয়া করে এ'সময় ছুঁতে চেয়ো না …
"সৃষ্টি সাহিত্য যাপন"
ঘুমোয়নি সে
মনোজ কুমার রথ
( ৬ আশ্বিন,১৪২৮; 23-09-2021)
-----------------------------------------------------------------
আমি ছুঁইনি এই ক'টাদিন তাকে,
তাকেও বলেছি...
দয়া করে এ'সময় ছুঁতে চেয়ো না আমায়,
একটু ঘুমাও...
আমার ভাইরাল ফিভার l
প্রয়োজনে আবার রং বদলে ফেলল গিরগিটি;
ভেসে যাওয়া ভাঙা সজনে ডালটায় লুটোপুটি খাচ্ছে
এক দু'টো শুয়োপোকা,
জীবনচক্রের নিয়মে প্রজাপতি হতে চায় এখনও...
পুরো তলিয়ে না যাওয়া পর্যন্তই চেষ্টা!
জল জল শুধু জল,
এক কোমর নিমজ্জিত শহর!!
ভোটের পাড়ায় শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি,
প্রচার তুঙ্গে;
মহামারি যদিও পাত-তাড়ি গুটোয়নি পুরোপুরি!
হরিদের উনুন পুকুর,
হালিমাদের এক কুটুরিতে নিমজ্জিত তক্তপোষ;
বারান্দায় বঙ্গোপসাগরের ঢেউ গুনছে
সর্বধর্ম নির্বিশেষ চিন্তিত চোখ!
ঘুমোয়নি সে,
ভালো মতো আমাকেও দেয়নি ঘুমোতে...
নীরবে জেগে ছিল গহীনে সোনার পালঙ্কে;
আজ লিখিত আক্ষরিক শরীর l
খেলতে খেলতে মাকে খুঁজছে তিয়ান,
বৈদ্যুতিক পোষ্ট আঁকড়ে ধরে নিথর হয়ে গেছে
অনুষ্কা-শ্রেয়া...
ঘুমোয়নি কবিতা,
তার চোখেও বর্ষা...
আমাকে ছুঁয়েছে গভীরভাবে l
*** ***
ম.কু.র.