Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম "এখনও আছে"কলমে সুনীল বণিক। ২৭/৯/২০২১**************এখনও আছেসুনীল বণিক। ***************কিছু যায় না এই ধরা থেকে কোনোদিন,যুগ যুগ ধরে চলে---------‐-বেইমান, বিশ্বাস ঘাতক সেই তখনও ছিলোএখনও আছে------…সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম "এখনও আছে"

কলমে সুনীল বণিক। 

২৭/৯/২০২১

**************

এখনও আছে

সুনীল বণিক। 

***************

কিছু যায় না এই ধরা থেকে কোনোদিন,

যুগ যুগ ধরে চলে---------‐-

বেইমান, বিশ্বাস ঘাতক সেই তখনও ছিলো

এখনও আছে----------‐

বিভীষণ ছিলো আছে থাকবে আমাদের মাঝে।

এখনও ঘরে ঘরে রাবণ 

আর মহিষাসুর রাজ করে চলেছে বিন্দাস। 

এরা যায় না, বিনাশ হয় না,

এখনও তোমার আমার সাথে

বাস করে মন্থরা সুর্পনখা আর তারকা,

এখনও কংস আর দুঃশাসন আছে

সমাজের কোণে কোণে----------

এখনও অঙুলিমাল আর হিরন্মকশিপু'র দল

আমাদের জীবন যাপন কে ব্যতিব্যস্ত করে।

আমাদের দুর্দশা, দৈন্যতা, অরাজকতা

আজও আছে জীবনের সাথে,

আছে অন্যায় অবিচার, ধর্ষণ 

আছে দাঙ্গা, অশ্লীলতা, অরাজকতা।

কিছু যায় না এ সমস্ত কিছুই, যুগ যুগ ধরে চলে।।