Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

### বীরসিংহ ###
চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
" বীরসিংহের সিংহশিশু বিদ্যাসাগর বীর "সত্যেন্দ্রনাথ দত্তের কথা হয়েছিল স্থির ।আত্ম -দ্বন্দ্ব- দুর্বল- কর্মবিমুখ-মানুষ যখনপরশ্রীকাতর-স্বার্থপর-তামসে বেহুঁশ তখন।এই কুসংস্কার-সঙ্কীর্…

 


### বীরসিংহ ###


চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 


" বীরসিংহের সিংহশিশু বিদ্যাসাগর বীর "

সত্যেন্দ্রনাথ দত্তের কথা হয়েছিল স্থির ।

আত্ম -দ্বন্দ্ব- দুর্বল- কর্মবিমুখ-মানুষ যখন

পরশ্রীকাতর-স্বার্থপর-তামসে বেহুঁশ তখন।

এই কুসংস্কার-সঙ্কীর্ণ- বাংলার অচ্ছূৎ সমাজে

আঠারোশ কুড়ি সালের সেপ্টেম্বর ছাব্বিশে

জন্ম নিলেন দয়ার ও বিদ্যার সাগর হয়ে যিনি

সেই ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি ।

ঠাকুর দাস পিতা, রত্নগর্ভা ভগবতী দেবী মা

তেজোদীপ্ত-ঋজু মেরুদন্ড মানুষটির নেইকো তুলনা।

দারিদ্রের সঙ্গে লড়াই করে মাত্র ছাব্বিশ বয়সে

প্রধান পন্ডিত হলেন ফোর্ট উইলিয়াম কলেজে ।

সংস্কৃত সাহিত্য-ব্যাকরণ-ন্যায়-বেদান্ত-স্মৃতি

সর্ব বিষয়ে পরিশ্রমে হয়ে গেলেন সুকৃতি ।

অসীম জ্ঞানের জন্য বিদ্যাসাগর উপাধি

দয়ার সাগর হলেন নিয়ে মায়া-মমতা-প্রেম প্রীতি।

কুসংস্কার- অশিক্ষা -ধর্মীয় বৈষম্যের ব্যথা

নারীদের যন্ত্রণা,বিদেশী অত্যাচারে ধরে তাঁর মাথা।

তাই গভীর চিন্তা- ভাবনা করে নিলেন পঞ্চনীতি

সমাজ সংস্কার শিক্ষার প্রসার বিজ্ঞান সাহিত্য স্বাস্থ্যবিধি।

নারী জাতির সম্মান হানিতে সমাজের দারুন ক্ষয়

স্ত্রীশিক্ষা বাড়িয়ে সতীদাহ বন্ধ বিধবা বিবাহের জয়।

নারী কল্যাণে বাল্যবিবাহ আইনের সংস্কার

সাহিত্য সারল্যে করলেন বাংলা বর্ণ আবিষ্কার।

এর পরেই মানুষের রোজগারে বিজ্ঞান কৃষি

চর্চা করে মানুষের জীবনে এল বৃহৎ সুস্থিতি।

এসবের সঙ্গে স্বাস্থ্য কথা ভেবে বিদ্যাসাগর

হোমিওপ্যাথি যোগাসনে করেন অবৈতনিক আসর।

দুশো বছর পেরিয়েও আজ তাঁর আদর্শ ও কর্ম

হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে মানব সেবাই ধর্ম।