Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : অব্যক্ত অসুখ কলমে : শক্তিপদ ঘোষ তারিখ : ১৪ , ০৯ , ২০২১
বুঝি না ভাগ্যের এ'কেমন পরিহাস ,বুঝি না সে'কোন ভুলেমনে মনে গড়া সে'মণিমঞ্জিলের মূলেকবে কীভাবে প্রোথিত হয়েছিলসেই তেমনই বিধ্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : অব্যক্ত অসুখ 

কলমে : শক্তিপদ ঘোষ

 তারিখ : ১৪ , ০৯ , ২০২১


বুঝি না ভাগ্যের এ'কেমন পরিহাস ,

বুঝি না সে'কোন ভুলে

মনে মনে গড়া সে'মণিমঞ্জিলের মূলে

কবে কীভাবে প্রোথিত হয়েছিল

সেই তেমনই বিধ্বংসী এক মাইন ;

পূর্বাভাস ছিল না ঝড়ের ,

তথাপি ঝড় উঠল বিভীষণ হঠাৎই একদিন ।

ঝড়ের উৎসবে তছনছ হয়ে গেল সব ;

সব ফুল পাতা ঝরে গেল--বীণার তার ছিঁড়ে গেল ,

গানের মাঝে গান হঠাৎ থেমে গেল ,

চারিদিক শুনশান শ্মশানের--মৃত্যুনীরব ।


সব রঙ ঝরে গেল আকাশের

ঝড়ের সেই বিভীষণ প্রহরে--একটা রাতের ; 

চাঁদ ডুবে গেল

গায়ে পাহাড় পাহাড় অন্ধকার মেখে ,

তারারা তথাপি আকাশময় জ্বলে আর নেভে ।

আমি ঝরাপাতার জঙ্গলে আগুন দিয়ে

অনেক বর্ষায় নিভে যাওয়া শ্মশানে একাকী

এমনই নিশ্চুপ পড়ে আছি ;

আগুন নিভে গেছে--বুকের মাঝে

পোড়া অরণ্যের আঁচ তবু লেগে আছে ।


আজ আমার বুকের বিপুল ধ্বংসস্তূপে

শকুনেরা মহাসুখে দিনের আলোয় নৃত্য করে ,

রাত্রি-আঁধারে শেয়াল চরে ।

বুনো শুয়োরের দল ভোঁতা মুখে--কিজানি কী সুখে

বুকের ধ্বংসস্তূপ খুঁড়ে কীসের করে সন্ধান ;

বুক যেন বুক নয়--নিঃশব্দ শ্মশান ।

শ্মশানচরা আবছায়া মূর্তিরা ঘুমের ভিতরে

নৃত্যরঙ্গে শ্মশানের গান ধরে ;

আমার ঘুম ভেঙে যায় প্রায় মধ্যরাতে ।

ছেঁড়া চিঠির সহস্র ভগ্নাংশ তখন 

আমার চোখের 'পরে জোনাক হয়ে ওড়ে ,

টেবিলের খোলা খাতা বাকি রাত আমাকে

ঠিক এমনই জাগিয়ে রাখে ।


আমি কখনও বা বাউল চোখে দেখি

দুই তটে দোল খাওয়া সেই নদী

মানচিত্র হয়ে আকাশের কাছে মেঘ চেয়ে

আকণ্ঠ মরুপিপাসায় মরে

নিঃশব্দে না-গাওয়া গান গেয়ে ।

পৃথিবীর সেই তারা ,

 বুক যাদের এমনই শ্মশান-সাহারা ,

তাদেরই সাথে আমি--তথাপি

সুবর্ণরেখার দিগন্তহীন জনহীন চরভূমে

ঘুরে ঘুরে দিনমান কুড়িয়ে চলি না-জানা সুখ ,

নীরক্ত এ'বুকে নিয়ে কঠিন এক অব্যক্ত অসুখ ।

------------------------------------------------------------------