সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম - "হারিয়ে যাওয়া শৈশব"কলমে - সঙ্গীতা চন্দ্র রায়১৪.০৯.২০২১
সেই যে আমার পুতুলখেলাসেই যে সুখের দিন,সেই যে আমার ছোট্টবেলাআকাশ পারে লীন।সেই যে আমার ভোরের বেলায়শিশির ছোঁয়া ঘাসে,সেই যে আমার ছোট্ট মনকল্…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - "হারিয়ে যাওয়া শৈশব"
কলমে - সঙ্গীতা চন্দ্র রায়
১৪.০৯.২০২১
সেই যে আমার পুতুলখেলা
সেই যে সুখের দিন,
সেই যে আমার ছোট্টবেলা
আকাশ পারে লীন।
সেই যে আমার ভোরের বেলায়
শিশির ছোঁয়া ঘাসে,
সেই যে আমার ছোট্ট মন
কল্পনাতে ভাসে।
সেই যে আমার স্কুলের পুজোয়
প্রথম শাড়ি পরা,
সেই যে আমার সঙ্গী সাথী
শক্ত হাতে ধরা।
সেই যে আমার বর্ষা দিনে
নৌকো ভাসাই জলে,
সেই যে আমার ছোট্ট নদী
এঁকে বেঁকে চলে।
সেই যে আমার ঝড়ের দিনে
আম কুড়োনোর জুটি,
সেই যে আমার ভাই বোনেতে
খেলাধুলা,লুটোপুটি।
সেই যে আমার কাশের বনে
খুঁজতে যাওয়া সুখ,
সেই যে আমার দুগ্গা দুগ্গা
দিনগোনা এক মুখ।
সেই যে আমার বাবার ডাকে
সকাল শুরু হওয়া,
সেই যে আমার মায়ের হাতে
ভাতটি স্নেহে খাওয়া।
সেই যে আমার সোনার তরী
প্রথম বলতে শেখা,
সেই যে আমার ছোট্টবেলা
আজও খুঁজে দেখা।