Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - প্রীতির পুনর্বাসছন্দ-অন্তরাম্ভকলমে - দেবজিৎ চ্যাটার্জীতারিখ - 26/09/21
যৌবন যখন কিশোরে ছাড়ে,ছাড়ে ধরে শ্বাস,প্রেম প্রীতির সবুজ ঘাসে ,ঘাসে থাকে প্রশ্বাস।আসা যাওয়ার পথে ছিলো,ছিলো মনের বাস।সেই পথে রচা কথা…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - প্রীতির পুনর্বাস

ছন্দ-অন্তরাম্ভ

কলমে - দেবজিৎ চ্যাটার্জী

তারিখ - 26/09/21


যৌবন যখন কিশোরে ছাড়ে,

ছাড়ে ধরে শ্বাস,

প্রেম প্রীতির সবুজ ঘাসে ,

ঘাসে থাকে প্রশ্বাস।

আসা যাওয়ার পথে ছিলো,

ছিলো মনের বাস।

সেই পথে রচা কথা,

কথা হলো ফাঁস।

প্রথম দেখায় স্বপ্ন ছিলো,

ছিলো মনের বিশ্বাস,

দ্বির্তীয় মিলনে আলাপ পেলো,

পেলো পরিচয়ে নিশ্বাস।

তৃতীয় পরিচয় যায় এগিয়ে,

এগিয়ে দেয় আশ্বাস,

চতুর্থে আলোচনা ভালোবাসার আতরে,

আতরে ভিজে বিন্দাস,

পঞ্চমীতে পরিণয় পালার পাতায়,

পাতায় ভরে উচ্ছাস,

ষষ্ঠিতে নতুন সূত্রপাত জীবনে,

জীবনে তোলপাল উল্লাস।

সপ্তমেতে পালা যোজনার বেলায়,

বেলায় আনন্দের আভাস,

অষ্টমেতে প্রীতি পালন খেলাতেই,

খেলাতেই জীবনের বিন্যাস।

নবমেতে ফুল ফলের আশায়,

আশায় কাটায় মাস।

দশমেতে ছন্দে মাতে বকুলে,

বকুলে ভালোবাসার বাস।

ভালো মন্দের রঙ্গ ছিলো,

ছিলো পরিবেশে আবেশ।

আনন্দ উৎসব সমাজ পরিধি,

পরিধি উৎসে পরিভাশ,

এমন ভাবেই গড়ে উঠে,

উঠে প্রীতির পুনর্বাস।