Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম - "শ্রদ্ধাঞ্জলী" কলমে - সঙ্গীতা চন্দ্র রায়২৬.০৯.২০২১
তোমার পরশে পরশে প্রথম বর্ণের পরিচয়,তোমারই ছোঁয়াতে জেগেছিলো সব বাঙালির বোধোদয়।কথামালা গেঁথে বাঙালির মুখে এনে দিলে তুমি ভাষা,দেখিয়েছো কতো অন্ধ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম - "শ্রদ্ধাঞ্জলী" 

কলমে - সঙ্গীতা চন্দ্র রায়

২৬.০৯.২০২১


তোমার পরশে পরশে প্রথম বর্ণের পরিচয়,

তোমারই ছোঁয়াতে জেগেছিলো সব বাঙালির বোধোদয়।

কথামালা গেঁথে বাঙালির মুখে এনে দিলে তুমি ভাষা,

দেখিয়েছো কতো অন্ধকারের পথে আলোর দিশা।

নারীশিক্ষার প্রসার ঘটিয়েছো উন্নত চিন্তনে,

বাঙালির ঘরে আজও বেঁচে তুমি স্মরণে, মননে, যতনে।

নারী আজও তাই স্বাধীনভাবে মাথা উঁচু করে চলে,

ঈশ্বর তুমি হৃদয়ে হৃদয়ে মানবিকতার বলে।

বিধবা নারীর ধূসর জীবনে ঘোচালে দুখের নিশা,

জীবন গড়ার পরতে পরতে এনেছো আলোর দিশা।

সমাজ যখন কুসংস্কার ও অবিশ্বাসের জ্বরে,

ঈশ্বর তুমি এলেনা কেনো বাংলার ঘরে ঘরে?

মায়ের ডাকে অভয় মনে করেছো সাগর পার,

শত বাধাতেও সম্মুখে গিয়েছো মানোনি কখনো হার।

জীবন গড়ার আখরে আখরে ঈশ্বর শুধু তুমি,

গর্বে উঁচু বাঙালির মাথা প্রাণিত বঙ্গভূমি।

দয়ালু হৃদয়ে জীর্নের গায়ে ছোঁয়ালে জীয়নকাঠী,

ধন্য তোমার পরশে মানব আর বাংলার মাটি।

জ্বেলেছো কতো শিক্ষার আলো প্রতিটি হৃদয়ে হৃদয়ে,

বিদ্যাসাগর, চলেছি তোমার সেই আলোতেই নির্ভয়ে।