Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা: বিষন্ন পরিহাসকলমে: রিম্পা প্রামাণিক২৩/৯/২০২১
দায়িত্ব ও কর্তব্য দিয়ে যায়  এগিয়ে চলার হাত ছানিযে কর্তব্য পালনে আমিবাজি রেখেছি জীবন খানি।ভেসে যাওয়া নৌকার পালতুলে বেঁচে থাকার অভিপ্রায়অস্তমিত সূর্যের ক্ষীন আল…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা: বিষন্ন পরিহাস

কলমে: রিম্পা প্রামাণিক

২৩/৯/২০২১


দায়িত্ব ও কর্তব্য দিয়ে যায় 

 এগিয়ে চলার হাত ছানি

যে কর্তব্য পালনে আমি

বাজি রেখেছি জীবন খানি।

ভেসে যাওয়া নৌকার পালতুলে

 বেঁচে থাকার অভিপ্রায়

অস্তমিত সূর্যের ক্ষীন আলো

শায়িত শরীর দিগন্ত বেলায়।

মাথার ভিতর যন্ত্রেরা সব

হয়ে গেছে যেন অচল

শুধু নিরাশার যন্ত্রণা মেখে

হৃদপিন্ড রয়েছে সচল। 

জলপ্রপাত আজ বাঁধ ভেঙেছে 

দু'চোখের নদী মাঝে 

ভেজা পলক আর শুকাতে চাইনা

 সকাল কিংবা সাঁঝে।

গ্রন্থিরা দূর্বল, স্বপ্নেরা বিবর্ণ,

 বিষন্নতা করেছে গ্রাস

স্মৃতির সঞ্চয় ঠেকেছে তলানিতে 

শেষবেলায় বলি, নিয়তির পরিহাস।